Tuesday, May 13, 2025

ধর্মঘটের প্রভাব নেই! মুখ্যমন্ত্রীর দফতরে রেকর্ড হাজিরা, অন্য দফতরে কত?

Date:

Share post:

বকেয়া মহার্ঘভাতার দাবিতে (DA Strike) শুক্রবার ধর্মঘটের ডাক দিয়েছিল কর্মচারীদের যৌথ সংগ্রামী মঞ্চ। কিন্তু দিন শেষে দেখা গেল, সরকারি অফিসগুলিতে (Government Office) ধর্মঘটের তেমন কোনও প্রভাবই পড়েনি। এদিন অফিসগুলিতে হাজিরাই প্রমাণ করেছে কোনও প্ররোচনায় পা দেননি কেউই। তবে আগেভাগেই সরকারি কর্মীদের উপর নজরদারির জন্য কড়া নিয়ম জারি করেছিল রাজ্য প্রশাসন। এদিন অফিসে প্রবেশ এবং বেরনোর সময়ের পাশাপাশি সারাদিনে আরও দু’বার হাজিরা খাতায় সই করার নির্দেশ দেওয়া হয়েছিল অর্থাৎ সরকারি কর্মীদের উপস্থিতি পরখ করতে মোট চারবার সই করার কথা বলা হয়। আর এদিন বিকেলের পর সেই হাজিরা খাতাতেই (Attendance Sheet) দেখা গেল, বেশিরভাগ সরকারি দফতরেই কর্মীদের উপস্থিতির হার প্রায় ৯০ শতাংশের কাছাকাছি। পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রীর দফতরেও (CMO) ১০০ শতাংশ কর্মীই উপস্থিত থেকে কাজ সামলেছেন।

এদিন কোন দফতরে কত হাজিরা ছিল? দেখুন এক নজরে!

মুখ্যমন্ত্রীর দফতরে হাজিরা ১০০ শতাংশ

অর্থ দফতরে হাজিরা ৯০ শতাংশ

স্বরাষ্ট্র দফতরে হাজিরা ৯৫ শতাংশ

কৃষি দফতরে হাজিরা ৯৪.২ শতাংশ

পঞ্চায়েত দফতরে হাজিরা ৯৩.৪ শতাংশ

স্বাস্থ্য দফতরে হাজিরা ৮২. ২১ শতাংশ

পর্যটন দফতরে হাজিরা ৯৬.৭৬ শতাংশ

পাশাপাশি এদিন কেএমডিএ (KMDA) ও পুরসভার নগরোন্নয়ন দফতরেও প্রায় ৯০ শতাংশ কর্মচারী কাজে এসেছেন বলে খবর। কলকাতা পুরসভার বাকি দফতরগুলিতে কর্মীদের উপস্থিতি ছিল অন্যান্য দিনের মতোই।

এছাড়াও জেলার অ্যাটেনডেন্স শিটে নজর রাখলেও চিত্রটা পরিষ্কার হয়ে যায়। আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, নদীয়া, হুগলি, মালদহ জেলায় সরকারি দফতরে এদিন উপস্থিতির হার ছিল ১০০ শতাংশ। এছাড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ৯৯ শতাংশ কর্মীই হাজির ছিলেন। বারাকপুরে প্রশাসনিক ভবনে ৯৯ শতাংশ কর্মী কাজে এসেছেন।

তবে শুক্রবার দুপুরেই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) সাফ জানিয়ে দিয়েছিলেন, অফিসগুলিতে হাজিরাই প্রমাণ করছে কেউ প্ররোচনায় পা দেননি। অন্যদিকে, মন্ত্রী ফিরহাদ হাকিম(Firhad Hakim) জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কর্মদিবস নষ্টে বিশ্বাস করে না। আর সেকারণে কর্মদিবস নষ্টও হয়নি। পাশাপাশি ফিরহাদ আরও বলেন, আপনারা যদি টিভিতে দেখানো বন্ধ করে দিতেন, তাহলে আরও যাঁরা অনশন করছেন, তাঁরাও ক্যাম্প উঠিয়ে দিতেন।

 

 

spot_img

Related articles

পাঞ্জাবে বিষ মদের বলি ১৪! অসুস্থ ৬

পাঞ্জাবের অমৃতসরে(Amritsar) বিষ মদ(Hooch) পান করে প্রাণ গেল ১৪ জনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ৬। অমৃতসরের মাজিথা...

অ্যান্ডি মারের সঙ্গে সম্পর্ক ছিন্ন নোভাক জকোভিচের

একবছরও এগোল না সম্পর্ক। ফরাসি ওপেন(French Open) শুরু হওয়ার এক সপ্তাহ আগেই নোভাক জকোভিচের(Novak Djokovic) কোচের পদ থেকে...

CBSE দশম-দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

CBSE-এর দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

তিন সপ্তাহেও অধরা পহেলগামের হামলাকারীরা, পোস্টার দিয়ে খোঁজ গোয়েন্দাদের!

পহেলগাম হামলার পরে প্রায় তিন সপ্তাহ পার। তার মধ্যে পাকিস্তানে জঙ্গি ঘাঁটি ভাঙতে ভারতীয় সেনার পক্ষ থেকে চালানো...