Wednesday, August 27, 2025

ট্রেনের কোচে বসেই মুড়ি-চপের স্বাদ! বাঙালির ‘মনোরঞ্জনের’ চেষ্টা কেন্দ্রের

Date:

Share post:

বছর ঘুরলেই লোকসভা নির্বাচন (Loksabha Election)। আর সেকারণেই দেশবাসীর মন ছুঁতে দুরপাল্লার ট্রেনে রকমারি খাবার পরিবেশনের উদ্যোগ নিল কেন্দ্রীয় সরকার (Central Government)। বিহারবাসীর অত্যন্ত প্রিয় লিট্টি ও চোখা দেওয়ার ঘোষণা আগেই করেছিল ভারতীয় রেল আর এবার বাঙালির জন্য বড়সড় ঘোষণা। এবার থেকে সব মরসুমেই বাংলা থেকে যাতায়াতকারী ট্রেনগুলিতে মিলবে বাঙালির প্রিয় ঝাল মুড়ি (Jhal Muri) ও আলুর চপ (Aloor Chop)। হ্যাঁ, ঠিকই শুনেছেন এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতীয় রেলের (Indian Railways) তরফে। মূলত, রাজ্যের চাহিদা অনুযায়ী পৃথক স্বাদের আঞ্চলিক খাবারগুলিই এবার থেকে দেওয়া হবে ট্রেনে।

জানা গিয়েছে, কেন্দ্রের এই লক্ষ‌্যপূরণে উদ্যোগী ইন্ডিয়ান রেলওয়ে ক‌্যাটারিং অ্যান্ড টুরিজম কর্পোরেশন (IRCTC)। রেল সূত্রে খবর, আপাতত এই খাবার চালু হচ্ছে দূরপাল্লার সাধারণ মেল ও এক্সপ্রেস ট্রেনগুলিতে। পরবর্তী ক্ষেত্রে রাজধানী (Rajdhani), শতাব্দী (Shatabdi), দুরন্ত এক্সপ্রেসের(Duronto Ecpress) মতো ট্রেনগুলিতেও এমন ব্যবস্থা চালু করা হবে। আইআরসিটিসি সূত্রে খবর, বিভিন্ন দূরপাল্লার ট্রেনে ‘আ-লা-কার্টে’ মেনু হিসাবেই এগুলিকে রাখা হয়েছে। সংস্থার তালিকায় দেখা যাচ্ছে, চিকেন কাটলেটের দাম রাখা হয়েছে ৮০ টাকা। সঙ্গে থাকবে দু’স্লাইস ব্রেড এবং বাটার চিপলেট। আলুর চপও দেওয়া হবে দুটো করে। সঙ্গে মিলবে ঘুগনিও। তবে এর দাম রাখা হয়েছে ৪০ টাকা। ১০০ গ্রাম ঝালমুড়ির দাম ধরা হচ্ছে ৩০ টাকা। কিন্তু প্রতিটির মূল্যই জিএসটি (GST) সমেত মেটাতে হবে যাত্রীদের।

জানা গিয়েছে, মোট ১৫টি খাবারকে বিভিন্ন জোনে চালু করার ব্যাপারে সুপারিশ করা হয়েছে। বিভিন্ন জোনে খাবারের মধ্যে চপ কিংবা ঝালমুড়ি ছাড়াও রয়েছে ভেজ প্যাটিস, পিঁয়াজি, কচুরি, বড়া পাও, পেস্ট্রি, খিচুড়ি, রাইস ডালমা, চিকেন মোমো, স্প্রিং রোল প্রভৃতি। ইতিমধ্যে ট্রেনগুলিতে খাবার বিক্রির জন‌্য একটি সংস্থার সঙ্গে রেল চুক্তিবদ্ধ হয়েছে বলে খবর।

 

 

 

spot_img

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...