নতুন মাত্রা পেল দিদিয়ের দেশঁ এবং করিম বেঞ্জিমার দ্বন্দ্ব। ফরাসি কোচ দেশঁ-কে মিথ্যেবাদী বললেন ফ্রান্সের প্রাক্তন ফুটবলার করিম বেঞ্জিমা। ঝামেলার সূত্রপাত কাতার ২০২২ বিশ্বকাপ বেঞ্জিমার চোটকে কেন্দ্র করে। কাতার বিশ্বকাপে চোটের কারণে তাঁর না খেলা নিয়ে কোচের মন্তব্যের প্রতিক্রিয়ায় দেশঁকে ‘মিথ্যেবাদী’ এবং ‘ভাঁড়’ বললেন বেঞ্জিমা।

কাতার বিশ্বকাপ শুরু হওয়ার সময় চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে যান বেঞ্জিমা। সেই নিয়ে শুক্রবার ফরাসি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে দেশঁ বলেন, ” ওর চোট ছিল। ১০ ডিসেম্বরের আগে করিম বেঞ্জিমা অনুশীলন শুরু করতে পারত না। কাতার থেকে চলে যাওয়ার দিন ওর সঙ্গে আমি প্রায় ২০ মিনিট ছিলাম। কথা বলেছিলাম। ওকে বলেছিলাম, ব্যস্ততার কিছু নেই। পরের দিন শুনি, ও শিবির ছেড়ে চলে গিয়েছে।”


এরপাশাপাশি দেশঁ ওই সাক্ষাৎকারে দাবি করেন,” শিবির ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত বেঞ্জিমাই নিয়েছিল। আমাকে কোনও প্রশ্ন করবেন না।” আর এই নিয়েই এবার মুখ খুললেন বেঞ্জিমা। বেঞ্জিমা নিজের সোশ্যাল মিডিয়ায় সাক্ষাৎকারের স্ক্রিনশট পোস্ট করে লেখেন, ‘‘কী লজ্জা!’’ সঙ্গে একটি ভাঁড়ের ইমোজি দেওয়া। পরে আবার একটি ভিডিও পোস্ট করেন। তাতে দেখা যাচ্ছে এক ব্যক্তি বলছেন, “মিথ্যেবাদী। তুমি মিথ্যেবাদী…।” বেঞ্জিমা নীচে লিখে দেন, “সাধু দিদিয়ের…শুভরাত্রি।”

Karim Benzema on Instagram after Deschamps said it was the strikers choice to leave the Qatar World Cup camp…
"The audacity of this 🤡! Holy Didier. Goodnight." pic.twitter.com/PAEjej06iQ
— EuroFoot (@eurofootcom) March 10, 2023
কাতার বিশ্বকাপের সময় চোটের কারণে ছিটকে যান বেঞ্জিমা। সেই সময় বলা হয় বেঞ্জিমার সুস্থ হতে সময় লাগবে। কিন্তু ফ্রান্স কোয়ার্টার ফাইনালে যোগ্যতা অর্জনের আগেই সুস্থ হয়ে ওঠেন বেঞ্জিমা। দলের সঙ্গে যোগ দেওয়ার আগ্রহও প্রকাশ করেছিলেন। কিন্তু ফরাসি কোচ দিদিয়ের দেশঁ রাজি হননি। এরপর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেন বেঞ্জিমা।

