Friday, January 30, 2026

তুমুল বিতর্ক, দিদিয়ের দেশঁ-কে মিথ‍‍্যেবাদী বললেন বেঞ্জিমা

Date:

Share post:

নতুন মাত্রা পেল দিদিয়ের দেশঁ এবং করিম বেঞ্জিমার দ্বন্দ্ব। ফরাসি কোচ দেশঁ-কে মিথ‍‍্যেবাদী বললেন ফ্রান্সের প্রাক্তন ফুটবলার করিম বেঞ্জিমা। ঝামেলার সূত্রপাত কাতার ২০২২ বিশ্বকাপ বেঞ্জিমার চোটকে কেন্দ্র করে। কাতার বিশ্বকাপে চোটের কারণে তাঁর না খেলা নিয়ে কোচের মন্তব্যের প্রতিক্রিয়ায় দেশঁকে ‘মিথ্যেবাদী’ এবং ‘ভাঁড়’ বললেন বেঞ্জিমা।

কাতার বিশ্বকাপ শুরু হওয়ার সময় চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে যান বেঞ্জিমা। সেই নিয়ে শুক্রবার ফরাসি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে দেশঁ বলেন, ” ওর চোট ছিল। ১০ ডিসেম্বরের আগে করিম বেঞ্জিমা অনুশীলন শুরু করতে পারত না। কাতার থেকে চলে যাওয়ার দিন ওর সঙ্গে আমি প্রায় ২০ মিনিট ছিলাম। কথা বলেছিলাম। ওকে বলেছিলাম, ব্যস্ততার কিছু নেই। পরের দিন শুনি, ও শিবির ছেড়ে চলে গিয়েছে।”

এরপাশাপাশি দেশঁ ওই সাক্ষাৎকারে দাবি করেন,” শিবির ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত বেঞ্জিমাই নিয়েছিল। আমাকে কোনও প্রশ্ন করবেন না।”  আর এই নিয়েই এবার মুখ খুললেন বেঞ্জিমা। বেঞ্জিমা নিজের সোশ্যাল মিডিয়ায় সাক্ষাৎকারের স্ক্রিনশট পোস্ট করে লেখেন, ‘‘কী লজ্জা!’’ সঙ্গে একটি ভাঁড়ের ইমোজি দেওয়া। পরে আবার একটি ভিডিও পোস্ট করেন। তাতে দেখা যাচ্ছে এক ব্যক্তি বলছেন, “মিথ্যেবাদী। তুমি মিথ্যেবাদী…।” বেঞ্জিমা নীচে লিখে দেন, “সাধু দিদিয়ের…শুভরাত্রি।”

কাতার বিশ্বকাপের সময় চোটের কারণে ছিটকে যান বেঞ্জিমা। সেই সময় বলা হয় বেঞ্জিমার সুস্থ হতে সময় লাগবে। কিন্তু ফ্রান্স কোয়ার্টার ফাইনালে যোগ্যতা অর্জনের আগেই সুস্থ হয়ে ওঠেন বেঞ্জিমা। দলের সঙ্গে যোগ দেওয়ার আগ্রহও প্রকাশ করেছিলেন। কিন্তু ফরাসি কোচ দিদিয়ের দেশঁ রাজি হননি। এরপর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেন বেঞ্জিমা।

 

spot_img

Related articles

হিরের দ্যুতিতে সাজবে শহর, শ্যাম সুন্দর কোং জুয়েলার্সে শুরু হল ‘গ্লিটারিয়া’ উৎসব

সাধারণ মধ্যবিত্তের নাগালের মধ্যে হিরের গয়নাকে পৌঁছে দিতে ফের হাজির হল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স। ৩০ জানুয়ারি থেকে...

জ্যোতি বসুর রেকর্ড ভাঙবেন মমতাই! ফুলিয়ার জনসভা থেকে চ্যালেঞ্জ কুণালের

মুখ্যমন্ত্রী হিসেবে জ্যোতি বসুর দীর্ঘ মেয়াদের রেকর্ড শুধু ভাঙবেনই না, মমতা বন্দ্যোপাধ্যায় এমন এক নজির গড়বেন যা দেশের...

কৃত্তিবাসী রামায়ণ এখনও কেন ফ্রান্সে? ফেরাতে উদ্যোগী কুণাল

কৃত্তিবাসী রামায়ণের আদি পাণ্ডুলিপি এ দেশে নেই, রয়েছে সুদূর ফ্রান্সের এক জাদুঘরে। বৃহস্পতিবার নদিয়ার ফুলিয়ায় গিয়ে এমনই এক...

পাইপলাইনে জরুরি মেরামতি! শনিবার দক্ষিণ কলকাতার বড় অংশে বন্ধ থাকবে জল সরবরাহ

পাইপলাইনে বড়সড় মেরামতি ও ভালভ পরিবর্তনের কাজের জন্য আগামী শনিবার দক্ষিণ কলকাতার এক বিস্তীর্ণ অংশে পরিশ্রুত পানীয় জল...