Monday, November 10, 2025

বিরাটের দাপুটে ১৮৬, ভারতের প্রথম ইনিংস শেষ ৫৭১ রানে, দিনের শেষে ৮৮ রানে এগিয়ে টিম ইন্ডিয়া

Date:

Share post:

ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট। রবিবার আহমেদাবাদ টেস্টের চতুর্থ দিনের শেষে বিরাট কোহলির দাপুটে ব‍্যাটিং-এর সৌজন্যে ভারতের প্রথম ইনিংস শেষ হল ৫৭১ রানে। সৌজন‍্যে বিরাটের ১৮৬ রানের অনবদ্য ইনিংস। দিনের শেষে দ্বিতীয় ইনিংসে উইকেট না হারিয়ে অস্ট্রেলিয়ার রান সংখ‍্যা ৩। ৮৮ রানে এগিয়ে টিম ইন্ডিয়া।

আহমেদাবাদ টেস্টের চতুর্থ দিন যেন শুধুই বিরাটময়। রবিবার জাদেজাকে নিয়ে ম‍্যাচ শুরু করেন কোহলি। জাদেজা ২৮ রানে আউট হয়ে ফিরে যান। শ্রেয়স আইয়রের চোট থাকায় মাঠে নামেননি তিনি। জাদেজার পর নামেন শিকর ভরত। তবে তিনিও বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। মাত্র ৪৪ রান করেন তিনি। এরপর অক্ষর প‍্যাটেলেকে সঙ্গী করে লড়াই শুরু করেন কিং কোহলি। আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রায় সাড়ে তিন বছর পর বিরাটে ব‍্যাটে শতরান দেখল ক্রিকেট বিশ্ব। এরপর একের পর মাইলস্টন পার করতে থাকেন তিনি। গোটা ক্রিকেট প্রেমী যখন আশা দেখতে শুরু করেন কোহলির ব‍্যাট থেকে দ্বিশতরান দেখার। ঠিক সেই সময় উইকেট হারিয়ে বসেন ভারতের প্রাক্তন অধিনায়ক। ২০০ রান থেকে ১৪ রান আগে থেমে যেতে হল বিরাট কোহলিকে। এদিন ১৮৬ রান করলেন তিনি। টড মারফির বলে ছক্কা মারতে গিয়ে ক্যাচ দিয়ে দেন লাবুশানের হাতে। অক্ষর প‍্যাটেল করলেন ৭৯। অজিদের হয়ে তিনটি করে উইকেট নেন নাথান লিওন এবং টড মারফি। একটি করে উইকেট নেন স্টার্ক, খুহুনেমান।

চতুর্থ দিনের খেলা শেষে ভারত এগিয়ে ৮৮ রানে। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৪৮০ রান করেছিল। জবাবে ৫৭১ রান ভারতের। ৯১ রানের লিড পা টিম ইন্ডিয়া। জবাবে ব‍্যাট করে দিনের শেষে অস্ট্রেলিয়ার রান সংখ‍্যা তিন। ম‍্যাচের যা গতি, শেষমেশ ড্র-এর দিকেই এগোচ্ছে চতুর্থ টেস্ট। তবে শেষ দিনে অস্ট্রেলিয়ার উইকেট দ্রুত তুলে জয়ের রাস্তা বার করতে পারে কিনা ভারত, সেই দিকে নজর থাকবে সমর্থকদের।

আরও পড়ুন:তুমুল বিতর্ক, দিদিয়ের দেশঁ-কে মিথ‍‍্যেবাদী বললেন বেঞ্জিমা


 

spot_img

Related articles

রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে যাঁদের নাম আছে তাঁদের মধ্যে অন্যতম হলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়( Surendranath Banarjee)। তিনি ছিলেন ব্রিটিশ...

খাবারে বিষ প্রয়োগে গণহত্যা, বিজেপি রাজ্যে বসে ষড়যন্ত্র! দুই রাজ্যে গ্রেফতার ৫ ‘জঙ্গি’

গুজরাট। হরিয়ানা। দেশের মানুষের নিরাপত্তার পরিস্থিতি ঠিক কেমন, তা ফের প্রমাণিত হল। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বসেই নিরাপদে ভারতে...

নন্দীগ্রাম দিবসে শ্রদ্ধাজ্ঞাপন: শহিদ স্মরণ মুখ্যমন্ত্রী, অভিষেকের

আজ নন্দীগ্রাম দিবসে। এদিন নন্দীগ্রাম-সহ পৃথিবীর সকল শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

এবার নদিয়া, এসআইআর আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু বৃদ্ধের

তালিকায় নাম আছে, না নেই। গত ৪ নভেম্বর থেকে গোটা বাংলার মানুষ সেই আতঙ্কেই ভুগছেন। কী হবে ভবিষ্যৎ?...