গানে গানে ‘শ্রদ্ধাঞ্জলি’ লতা-বাপ্পিকে, শ্রদ্ধা জ্ঞাপন ইন্দ্রনীলের

অল্প সময়ের ব্যবধানে সংগীত জগত হারিয়েছে তিন নক্ষত্রকে- সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় এবং ডিস্কো কিং বাপ্পি লাহিড়ী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) উদ্যোগে সঙ্গীতজগতের প্রয়াত তিন নক্ষত্রকে স্মরণ করে রবীন্দ্র সদনে হল দুদিন ব্যাপী অনুষ্ঠান ‘শ্রদ্ধাঞ্জলি’। শনিবার, এই অনুষ্ঠানের সন্ধ্যা মুখোপাধ্যায়কে স্মরণ করা হয়। রবিবার, গানে গানের শ্রদ্ধা জানানো হল লতা মঙ্গেশকর (Lata Mangeshkar) ও বাপ্পি লাহিড়ীকে (Bappi Lahiri)। অনুষ্ঠানের শুরুতেই মঞ্চে লতা মঙ্গেশকর ও বাপ্পি লাহিড়ীর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান রাজ্যের মন্ত্রী তথা সঙ্গীতশিল্পী ইন্দ্রনীল সেন (Indranil Sen)।।

 

অনুষ্ঠানে শুরু সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর ও ডিস্কো কিং বাপ্পি লাহিড়ীকে শ্রদ্ধা জানিয়ে তাঁদের গাওয়া গান পরিবেশন করেন ঊষা উত্থুপ, জোজো, শিবাজী চট্টোপাধ্যায়, অরুন্ধতী হোমচৌধুরী, শান্তনু রায়চৌধুরী, অমৃতা দত্ত, শেখর বসু-সহ অনেকেই।

আরও পড়ুন- বাঙালি সংস্কৃতি নিয়ে সরব শর্মিলা, নবাব-পত্নীর মন্তব্যে হাসির রোল নেট পাড়ায় !

 

Previous articleবাঙালি সংস্কৃতি নিয়ে সরব শর্মিলা, নবাব-পত্নীর মন্তব্যে হাসির রোল নেট পাড়ায় !
Next articleআহমেদাবাদে দুরন্ত ইনিংস বিরাটের, টপকে গেলেন সচিনকে