Thursday, August 21, 2025

“টাকা আমার”, জিজ্ঞাসাবাদের পর জানালেন বনি !

Date:

Share post:

নিয়োগ দু*র্নীতি (Recruitment Scam)কাণ্ডে অভিযুক্ত কুন্তল ঘোষের (Kuntal Ghosh)থেকে টাকা নেওয়ার অভিযোগ টলি অভিনেতা বনি সেনগুপ্তর (Boni Sengupta)বিরুদ্ধে। গত বৃহস্পতিবার কুন্তল ঘোষের সঙ্গে যোগাযোগ নিয়ে অভিনেতা বনি সেনগুপ্তকে (Actor Boni Sengupta) দু’দফায় প্রায় সাড়ে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে ইডি (ED)। ফের আজ মঙ্গলবার তাঁকে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছিল। সকাল ১১টা নাগাদ সিজিও কমপ্লেক্সে (CGO Complex) নথি নিয়ে আসতে বলা হলেও, নির্ধারিত সময়ের খানিকটা পরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে উপস্থিত হন অভিনেতা বনি। তাঁকে গাড়ির নথি সংক্রান্ত তথ্য নিয়ে যেতে বলা হয়েছিল। আজ প্রায় ঘণ্টা দেড়েকের জিজ্ঞাসাবাদের পর কমপ্লেক্স থেকে বেরিয়ে বনি সাংবাদিকদের জানান,তিনি প্রয়োজনীয় সব নথি জমা করেছেন এবং ভবিষ্যতে আর তাঁকে ডাকা হবে না বলেই আশাবাদী তিনি। এখানেই শেষ নয়, সাংবাদিকরা বনির কাছে জানতে চান তাঁকে টাকা ফেরত দেওয়ার কথা ইডির তরফ থেকে কিছু বলা হয়েছে কিনা। সেই প্রশ্নে বনি জানান সব টাকা তাঁর তাই ফেরতের কোনও প্রশ্ন নেই।

নিয়োগ দুর্নীতির তদন্ত করছে ইডি। একের পর নাম বলেছেন কুন্তল ঘোষ,সেইমতো তদন্তকারী অফিসারেরা খোঁজ করতে শুরু করেছেন। সেই সূত্র ধরেই উঠে এসেছে অভিনেতা বনির নাম। তিনি যদিও জানিয়েছেন একটি গাড়ি কেনার টাকা দিয়েছেন কুন্তল। ইডি সূত্রে খবর, কুন্তল ঘোষ যে গাড়ি বনিকে দিয়েছিলেন, সেই ল্যান্ড রোভার ডিসকভারি সংক্রান্ত কাগজপত্র নিয়ে তাঁকে আজ মঙ্গলবার দেখা করতে বলা হয়েছিল। বনি সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, পাঁচ বছরের মাথায় তিনি ওই ল্যান্ড রোভার ডিসকভারি গাড়িটি বিক্রি করে দিয়েছেন। এরপর আজ সব নথি জমা দিয়ে বেরনোর সময় অভিনেতা বলেন, ইডি আধিকারিকরা যা যা জানতে চেয়েছিলেন তিনি সেই সম্পর্কিত সব ধরণের সহযোগিতা করেছেন। বনি জানান, তাঁকে আর ডাকা হবে না বলে তিনি আশাবাদী। যদিও ইডি ঠিক কী প্রশ্ন করেছে বা কোন কোন নথি জমা দিলেন সেই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি অভিনেতা।

 

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...