১৭ মার্চ থেকে শুরু তিন ম্যাচের একদিনের সিরিজ। সেই সিরিজে দল ঘোষণা করল অস্ট্রেলিয়া। তিন ম্যাচের একদিনের সিরিজে দলকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ। এদিন এমনটাই জানিয়ে দিল ক্রিকেট অস্ট্রেলিয়া। বর্ডার-গাভাস্কর ট্রফির প্রথম দুটি টেস্ট ম্যাচ খেলার পরেই অস্ট্রেলিয়া দলের অধিনায়ক প্যাট কামিন্স নিজের দেশে ফিরে যান তাঁর মায়ের অসুস্থতার কারণে। দেশে ফিরে যাওয়ার কয়েক দিনের মধ্যেই তাঁর মা মারা যান। তাই এই মুহূর্তে ভারতে আসবেন না প্যাট। পরিবারের সঙ্গে থাকবেন। শেষ দুটি টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়া দলের অধিনায়কত্বের দায়িত্ব সামলান স্টিভ স্মিথ।

এদিন অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রিউ ম্যাকডোনাল্ড জানিয়েছেন, “প্যাট ভারতে ফিরে আসছেন না, তিনি এখনও তাঁর পরিবারের দেখা শোনা করছেন। প্যাটের মায়ের প্রয়াণে আমরা শোকাহত এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই।”

এর পাশাপাশি নিজের দলের সম্পর্কে তিনি বলেন, “আমরা দলের ভারসাম্য বজায় রাখার জন্য আলোচনা করছি। বিশ্বকাপের জন্য আমরা বিভিন্ন ধরনের পরিকল্পনার সংমিশ্রন করতে চলেছি বিশ্বকাপের জন্য। দলে অসংখ্য অলরাউন্ডার রয়েছে। প্রথম একাদশে কারা খেলবেন সেটি আমাদের নির্বাচন করতে হবে।”

