Sunday, August 24, 2025

নিয়োগ দু*র্নীতি মামলায় মিলল জামিন! স্বস্তিতে লালুর পরিবার   

Date:

Share post:

অবশেষে লালুর পরিবারে স্বস্তি। জমির বদলে চাকরির দুর্নীতি মামলায় শেষমেশ জামিন পেলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব (Lalu Prasad Yadav)। বুধবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের (Delhi Rouse Avenue Court) তরফে লালুর পাশাপাশি তাঁর স্ত্রী তথা বিহারের অপর প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী (Rabri Devi) ও তাঁদের কন্যা মিশা ভারতীকেও (Misa Bharati) জামিন দেওয়া হয়েছে। জানা গিয়েছে মাথাপিছু ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁদের জামিন মঞ্জুর (Bail Granted) হয়েছে।

উল্লেখ্য, বুধবার সকালে দিল্লি আদালতে হাজিরা দিতে আসেন লালু প্রসাদ যাদব, স্ত্রী রাবড়ি দেবী ও কন্যা মিশা ভারতী। প্রবীণ আরজেডি নেতাকে হুইলচেয়ারে বসে আদালতে আসতে দেখা যায়। এদিন মামলার শুনানি শুরু হলে রাউস অ্যাভিনিউ আদালতের তরফে লালু প্রসাদ যাদব, রাবড়ি দেবী ও মিশা ভারতীকে জামিন দেওয়া হয়। এরপরই আদালতের তরফে মাথাপিছু ৫০ হাজার টাকা ব্যক্তিগত বন্ডে জামিনের নির্দেশ দেওয়া হয়েছে।

বিহারে জমির বদলে চাকরির দুর্নীতি মামলার (Recruirment Scam) তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআই। গত মাসেই সিবিআই দিল্লির আদালতে চার্জশিট পেশ করে। সেখানে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব, তাঁর স্ত্রী রাবড়ি দেবী সহ মোট ১৬ জনের নাম উল্লেখ করা হয়েছিল। তবে চার্জশিটে তাঁদের গ্রেফতারির দাবি জানানো হয়নি। তবে সূত্রের খবর, আগামিদিনে যদি জমির বদলে চাকরির দুর্নীতি মামলায় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবকে আদালতে হাজিরা দিতে বলা হলে তিনি আর হাজিরা দেবেন কি না, তা স্থির করবেন চিকিৎসকরাই। তাঁর শারীরিক অবস্থার কথা জানিয়েই ভিডিয়ো কনফারেন্সের (Video Conference) মাধ্যমে হাজিরা দেওয়ার আবেদন জানানো হবে।

 

 

spot_img

Related articles

আবেগঘন বার্তা দিয়ে ক্রিকেটকে বিদায় চেতেশ্বর পূজারার

ভারতীয় ক্রিকেট দলের বহু টেস্ট জয়ের স্বাক্ষী তিনি। বহু ম্যাচে একা হাতে ভারতকে বাঁচিয়েওছেন। এবার সেই চেতেশ্বর পূজারাই(Cheteshwar...

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...