Saturday, November 15, 2025

বয়স বেড়েছে ‘বুম্বা দা’র , নিজের স্ত্রী’র গল্প লিখতে গিয়ে এ কী কাণ্ড !

Date:

Share post:

একলাফে বয়স ছুঁয়েছে ৬০ এর গণ্ডি। চুলে পাক ধরেছে, মাথায় টাক পড়েছে। এ কোন প্রসেনজিৎ (Prosenjit Chatterjee)? কেমন যেন এলোমেলো ভাব, কিছুই যেন ঠিক করে লিখে উঠতে পারছে বারবার তাড়া খেয়েও নিজের স্ত্রী’র জীবনী লেখাটা শেষ করে উঠতে পারছেন না বছর ষাটের বৃদ্ধ ‘বাল্মিকী’ প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়। এভাবেই ধরা দিল পরিচালক অতনু ঘোষের (Atanu Ghosh) নতুন ছবি ‘শেষ পাতা’র (Sesh Pata)ট্রেলার । ছবি জুড়ে বিষণ্ণতার মেজাজ।

‘ময়ুরাক্ষী’,’রবিবার’-এর মতো ছবিতে তাঁদের যুগলবন্দি উপহার পেয়েছে দর্শক। পরিচালক অতনু ঘোষ এবং অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায় ফের ম্যাজিক দেখাতে আসছেন নববর্ষে (Bengali New Year)। ছবির ট্রেলারে শুরুতেই দেখা যায় ময়দানে নগ্ন অবস্থায় উদ্ধার ‘বাল্মিকী’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের স্ত্রী’র মৃতদেহ নিয়ে চর্চা হতে । জানা যায় তারপর থেকে জীবনটা লণ্ডভণ্ড হয়ে যায় লেখকের। নামজাদা সেই লেখকের স্ত্রীকে খুন করা হয় ৩০ বছর আগে। সেই ঘটনা নিয়ে তাঁকে একটি বই লিখতে অনুরোধ করে এক প্রযোজনা সংস্থা। তার জন্য আগাম ৪০ হাজার টাকাও দেওয়াও হয় তাঁকে। কিন্তু তাল কাটে এর পরেই। স্ত্রীকে নিয়ে সেই বই লিখে উঠে পারেন না বাল্মিকী। বারবার তাড়া খেয়েও লেখার কাজ সম্পূর্ণ করতে না পারায় সিনে আসেন মেধা ওরফে গার্গী রায়চৌধুরীকে (Gargi Roy chowdhury)। তবে কি এই মহিলার সাহায্যেই গল্প শেষ করতে পারবেন বাল্মিকী?

লেখকের থেকে সেই অগ্রিম টাকা আদায়ের জন্য শৌনক নামে এক এজেন্ট নিযুক্ত করে সেই প্রকাশনা সংস্থা। বেশ অন্য়রকম লুকে এই ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়কে (Vikram Chatterjee)। কিছুটা ধোঁয়াশা আর কিছুটা আগ্রহ নিয়ে এগিয়েছে ট্রেলার।

নববর্ষ মানেই বাঙালির কাছে একটা নস্টালজিয়া আর নতুনের আশায় উৎসবের আনন্দ। তাই টলিউডে প্রতি বছর সিনেমা রিলিজের জন্য এই সময়টা বেছে নেন অনেক প্রযোজক পরিচালক। এই বছর বাঙালির ‘ মাছে ভাতে গোয়েন্দা’ একেনবাবুর রুদ্ধশ্বাস রাজস্থানের অভিযান শুরু ওই সময়েই। একদিকে গোয়েন্দা গল্পের রোমাঞ্চ অন্যদিকে কলকাতার টুকরো কোলাজে ‘শেষ পাতা’ ছবির বিভিন্ন ফ্রেমে উঁকি দিচ্ছে প্রশ্নমালা। প্রেক্ষাগৃহে এই ছবি মুক্তি পেতে চলেছে আগামী ১৪ই এপ্রিল।

 

spot_img

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...