Saturday, November 8, 2025

নিয়োগ দু*র্নীতি মামলায় ফের সিবিআইকে ভর্ৎসনা আদালতের  

Date:

Share post:

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (Teacher Recruitment Scam) ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে (CBI) তীব্র ভর্ৎসনা করল আদালত। বৃহস্পতিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তের পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন বিচারক। বিচারক জানতে চান, সিবিআই হেফাজতে (Custody) থাকলেও কেস ডায়েরিতে (Case Diary) কেন নাম নেই শান্তিপ্রসাদ সিনহার (Shanti Prasad Sinha)? এরপরই বিচারক বলেন, আপনারা কি তদন্ত করতে জানেন না?

উল্লেখ্য, সিবিআইয়ের অভিযোগ ছিল, এসএসসি (SSC) উপদেষ্টা কমিটির প্রধান শান্তিপ্রসাদ সিনহার সঙ্গে গভীর যোগাযোগ ছিল আব্দুল খালেকের (Abdul Khalek)। বর্তমানে আলিপুর জজ কোর্টে (Alipore Judge Court) নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত ‘এজেন্ট’ আব্দুল খালেকের জামিনের মামলা চলছে। তারই শুনানিতে বিচারক জানান, নিয়োগ দুর্নীতি মামলায় শান্তিপ্রসাদকে কেবল মাত্র জেলে গিয়ে জেরার আবেদন করছে সিবিআই। কিন্তু কেস ডায়েরিতে তাঁর কোনও নাম নেই। কিন্তু কেন এমন হচ্ছে, তা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে জানতে চেয়েছেন বিচারক। পাশাপাশি তিনি আরও প্রশ্ন তোলেন, কেন এই মামলাতে শান্তিপ্রসাদকে গ্রেফতার দেখানো হচ্ছে না সেই প্রশ্নও তুলেছেন বিচারক।

অভিযোগ, শান্তিপ্রসাদের ক্ষেত্রে সিবিআই কোনও নিয়মকানুন মানেনি। উল্টে তাঁকে হেফাজতে না নিয়ে তাঁর হাতের লেখা পরীক্ষা করার আবেদন করে সিবিআই। সেই নিয়ে বৃহস্পতিবার উষ্মা প্রকাশ করে আদালত। এই প্রসঙ্গে বিচারক স্পষ্ট জানিয়ে দেন, তিনি এ সব মেনে নেবেন না। শান্তিপ্রসাদকে হেফাজতে না নিয়ে কী করে এই আবেদন করা যায়? বেআইনি প্রেয়ার হচ্ছে। আমি এসব কিছুতেই মেনে নেব না।

 

 

spot_img

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...