Weather Update : কলকাতায় কা*লবৈশাখী ! দু*র্যোগের দাপট শুক্রবারেও

মরশুমের প্রথম কাল*বৈশাখীর সাক্ষী হয়েছে কলকাতা সহ শহরতলীর মানুষ। দমদম এবং আলিপুরে জোড়া কাল*বৈশাখী প্রবল গরম থেকে সাময়িক স্বস্তি দিয়েছে।

বৃহস্পতিবার রাত ১০টা ৩৭ মিনিট নাগাদ প্রায় ৪৮ কিলোমিটার প্রতি ঘণ্টায় দমকা ঝো*ড়ো হাওয়া বুঝিয়ে দিয়েছে কলকাতায় (Kolkata) কালবৈশাখীর আগমনী। লক্ষীবারের পর শুক্রবারেও দাপট অব্যাহত। রাজ্যে ঝড়-বৃষ্টির (Thunderstorm) পূর্বাভাসের পাশাপাশি শিলাবৃষ্টির সম্ভাবনাও থাকছে। কোথাও কোথাও ব*জ্রপাতের আশ*ঙ্কা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর(Alipore Weather Department)।

মরশুমের প্রথম কালবৈশাখীর সাক্ষী হয়েছে কলকাতা সহ শহরতলীর মানুষ। দমদম এবং আলিপুরে জোড়া কালবৈশাখী প্রবল গরম থেকে সাময়িক স্বস্তি দিয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর বৃহস্পতিবার রাতে কোথাও হালকা থেকে মাঝারি কোথাও কোথাও আবার ভারী বৃষ্টি হয়েছে। চৈত্রের প্রথম দিনেই এটি উত্তর-পশ্চিম দিক থেকে আসা প্রায় ৫০ কিলোমিটার বেগে ঝড়ের গতিবেগকে কালবৈশাখী বলেই আখ্যা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে রবিবার পর্যন্ত এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি থাকবে। মালদহ , উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আগামী ২৪ ঘণ্টায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে মনে করছে হাওয়া অফিস। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ শুক্রবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতেও ঝোড়ো হাওয়া বইতে পারে।

অন্যদিকে দক্ষিণবঙ্গে আগামী সোমবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে। যদিও শনিবারের পর থেকে ঝড়ের দাপট কিছুটা কমবে। কলকাতা সহ-সংলগ্ন জেলার এবং উপকূলের জেলাগুলিতে বেশি বৃষ্টির সম্ভাবনা। রবি ও সোমবারে দমকা হাওয়ার গতিবেগ ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা থাকবে সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। শুক্রবার সকাল থেকেই কলকাতা সহ পার্শ্ববর্তী জেলায় মেঘলা আকাশ। বৃষ্টির জন্য এক ধাক্কায় কলকাতার রাতের তাপমাত্রা ৫ ডিগ্রি নেমে সর্বনিম্ন তাপমাত্রা ২০.৭ ডিগ্রি সেলসিয়াস হয়েছে।