Friday, January 16, 2026

সন্তোষপুর আগন্তুকের ‘ক্রিয়া’র উদ্যোগে শিক্ষা সংস্কৃতির ‘নব উন্মেষ’ !

Date:

Share post:

নারী শক্তির জাগরণে প্রতি মুহূর্তে কাজ করে চলেছে সন্তোষপুর আগন্তুকের ‘ক্রিয়া’ (Santoshpur Agantuk’s KRIYA)। এবার শিক্ষা আর সংস্কৃতির অঙ্গনে ‘ নব উন্মেষ’ ঘটালেন তাঁরা। উদীয়মান প্রতিভার স্বীকৃতিতে নতুন পদক্ষেপ তাঁদের। এবার তাই বেছে নেওয়া হল কলকাতার এক বৃদ্ধাশ্রমকে (Old Age Home in Kolkata)। একদিকে বয়স্কারা কেক কাটলেন অন্যদিকে নৃত্য ও চিত্রকলায় সৃজনশীলতার স্কলারশিপ (Scholarship)পেল ৬ শিশু।

অলকা জালান ফাউন্ডেশন ও ইমাসের সহযোগিতায় নারী শক্তির বিকাশে এবার বৃদ্ধাশ্রমকেই বেছে নিল সন্তোষপুর আগন্তুকের ‘ক্রিয়া’। নাচে গানে কবিতায় সাংস্কৃতিক পরিমণ্ডল তৈরি হল বালিগঞ্জ ফাঁড়ির ‘দাগা নিকুঞ্জে’। সেখানে বৃদ্ধাশ্রমের বয়স্ক মহিলারা পুরনো দিনের স্মৃতিচারণায় ডুবলেন এই অনুষ্ঠানে। বাটি ও চামচ বাজিয়ে ‘পুরানো সেই দিনের কথা’র সঙ্গী হল প্রখ‌্যাত তিন শিল্পী সায়নী চাওড়া, পুলমা সেন ও জলসা চন্দ্রের নৃত‌্য পরিবেশনা। বৃদ্ধাবাসের মহিলাদের গান ও বিশেষ ভাবে সক্ষম কিশোরীদের নাচ সবার নজর কেড়েছে। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সন্তোষপুর আগন্তুকের সভাপতি স্বর্ণালী পাল। সন্তোষপুর আগন্তুকের সম্পাদক অরিজিৎ মুখোপাধ্যায় জানান, সমাজের পিছিয়ে পড়া অংশের সঙ্গে থেকে তাদের উত্তরণই সংস্থার লক্ষ‌্য। এই অনুষ্ঠানের আগে ১০ থেকে ১৪ বছরের কিশোর কিশোরীদের জন‌্য নৃত্য ও অঙ্কন প্রতিযোগিতা হয়। সেখান থেকে প্রতি বিভাগে তিনজনকে স্কলারশিপ দেওয়ার ব‌্যবস্থা করে সন্তোষপুর আগন্তুকের ‘ক্রিয়া’। টুসি নস্কর বলেন বৃদ্ধাবাসের দিদাদের ও বিশেষ চাহিদা সম্পন্ন কিশোর-কিশোরীদের আনন্দ ফিরিয়ে দেওয়াটাই আসল লক্ষ্য।

 

spot_img

Related articles

চলো বিজেপি তাড়াই! লোকগানের সুরে অভিনব প্রতিবাদে কবীর সুমন

সুরের জাদুতেই কি এবার রাজনীতির লড়াই? সোশ্যাল মিডিয়ায় কবীর সুমনের সাম্প্রতিক একটি ভিডিও ঘিরে এমনই জল্পনা তুঙ্গে উঠেছে।...

নন্দীগ্রামে সেবাশ্রয়ে অভিষেক, শহিদ পরিবারের পাশে থাকার আশ্বাস

নন্দীগ্রামের কাছের মানুষ হয়ে উঠলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার নন্দীগ্রামে সেবাশ্রয় কর্মসূচি থেকে শহিদ পরিবারের পাশে থাকার...

আড়াই মাসে প্রায় ৩০ লক্ষ টন, খরিফে ধান সংগ্রহে গতি রাজ্যের

রাজ্য খাদ্য দফতরের ধান সংগ্রহ অভিযানে উল্লেখযোগ্য অগ্রগতি। চলতি খরিফ মরসুমে সরকারি সহায়ক মূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের...

এসআইআর আতঙ্কে রাজ্যে মৃত ২! আত্মঘাতী বিএলও 

এসআইআর শুনানি ও অতিরিক্ত কাজের চাপকে কেন্দ্র করে রাজ্যে মৃত্যুর ঘটনা থামছেই না। বৃহস্পতিবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও লালগোলায়...