Friday, August 22, 2025

একশো দিনের কাজ দেখতে রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধিদল, কুণালের কটাক্ষ ‘পর্যটক এসেছে’

Date:

Share post:

একশো দিনের কাজ সরেজমিনে খতিয়ে দেখতে ফের রাজ্যে এসেছে কেন্দ্রীয় প্রতিনিধিদল।আগামী ২২ মার্চ পর্যন্ত রাজ্যে থাকবেন কেন্দ্রের প্রতিনিধিরা। তাঁরা  উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় একশো দিনের কাজের প্রকল্প খতিয়ে দেখবেন। যে সমস্ত অনিয়মের অভিযোগ উঠছে তারও তদন্ত করবেন কেন্দ্রীয় প্রতিনিধিরা।

এদিন বিমানবন্দরে নেমেই কেন্দ্রীয় প্রতিনিধিদল মুর্শিদাবাদে রওনা দেন।প্রতিনিধিরা আসার আগেই কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রক চিঠি দিয়ে রাজ্যকে জানিয়েছে, এই চার জেলায় একশো দিনের কাজের প্রকল্প নিয়ে তাদের কাছে বারবার অভিযোগ গিয়েছে।সেই সব অভিযোগ খতিয়ে দেখতে আবার কেন্দ্রীয় দল পাঠানো হচ্ছে। যে চার জেলায় তাঁরা যাবেন, সংশ্লিষ্ট  জেলা প্রশাসনকে এই তদন্তকারী দলকে যাবতীয় সহযোগিতা করতে হবে বলেও চিঠিতে জানানো হয়েছে। দলের সদস্যরা যখন যেখানে যেতে চাইবেন, তার জন্য যেন যথাযথ ব্যবস্থা করা হয়, তাও চিঠিতে মনে করিয়ে দেওয়া হয়েছে।

যদিও রাজ্যের শাসকদল বারবার অভিযোগ করেছে একশো দিনের কাজের বরাদ্দ টাকা বহু বছর ধরে আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। রাজ্যের তরফে একাধিকবার চিঠি দিলেও কেন্দ্র তা গুরুত্ব গিয়ে বিচার করছে না। একাধিক সভা সমিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শাসকদলের অন্যান্য নেতামন্ত্রীরা অভিযোগ করেছেন, রাজ্যের প্রধান বিরোধী দল বাংলার উন্নয়ন চায় না। তাই তারা কেন্দ্রীয় সরকারকে এধরনের চিঠি দিচ্ছে।

তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বেশ কয়েক মাস আগে গিরিরাজ সিংয়ের  সঙ্গে দেখা করে রাজ্যের বকেয়া টাকার দাবি জানিয়েছিলেন। তারপরেও কোনও কাজ হয়নি বলে দাবি সুদীপের।এই প্রতিনিধি দল আসা নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল।তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ জানান, পর্যটনে সেরা পশ্চিমবঙ্গ। তাই ঘুরতে আসছেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। কুণাল ঘোষের কথায়, “এ তো আবাসেও এসেছিল। পরে দেখা গেল সমস্ত ভুয়ো অভিযোগ। রাজনৈতিক পর্যটক পাঠাচ্ছে নাটক করতে।”

 

spot_img

Related articles

অর্ডার ছাড়া বর্ডার ক্রস নয়, ওয়ার্নিং নুসরতের!

অঙ্কুশ হাজরার 'গোবিন্দ দাঁত মাজে না' আর কৌশানী মুখোপাধ্যায়ের 'ডাকাতিয়া বাঁশি'র পর থেকে উইন্ডোজের সিনেমায় আইটেম ডান্স বা...

সুপ্রিম রায়ে বদল: জোর পথকুকুরদের বন্ধ্যাত্বকরণ ও প্রতিষেধকে, রয়েছে ব্যতিক্রমও

দিল্লির পথকুকুরদের নিয়ে রায় বদল করল শীর্ষ আদালত। আগের রায়ে স্থগিতাদেশ দিয়ে শুক্রবার, সুপ্রিম কোর্টের (Supreme Court) ৩...

শিল্পপতি স্বরাজ পলের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

৯৪ বছর বয়সে প্রয়াত অনাবাসী শিল্পপতি তথা সমাজসেবক লর্ড স্বরাজ পল (Lord Swaraj Paul)। লন্ডনে থাকলেও দেশের প্রতি...

কৌশিকী অমাবস্যার বিশেষ মাহাত্ম্য! কেন ভাদ্রমাসেই এই পুজো হয়

আজ কৌশিকী অমাবস্যা (Kaushiki Amabasya)। ভাদ্র মাসের অমাবস্যায় এই পার্বণ অত্যন্ত পুণ্যদায়ী এবং পবিত্র৷ শুক্রবার সকাল ১১.৫৫ মিনিটে...