নির্বাচনী রণকৌশল ঠিক করতে দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক ডেকেছিলেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। ভাঙা পা নিয়েই শুক্রবার সেই বৈঠকে হাজির হলেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ(Kunal Ghosh)। বৈঠকের আগে এদিন কুণালের সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে কুণালের শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন তৃণমূল নেত্রী(TMC)।

প্রেসক্লাবে ফুটবল ম্যাচ খেলতে গিয়ে পা ভেঙেছিল তৃণমূল নেতা কুণাল ঘোষের। হাসপাতালে ভর্তি হওয়ার পর পায়ে অস্ত্রপ্রচার করতে হয় তাঁর। পায়ের প্লাস্টার কাটার পর এদিন প্রথমবার স্ট্রেচারে করে বাড়ির বাইরে বের হন কুণাল। উদ্দেশ্য তৃণমূল নেত্রীর ডাকে দলীয় বৈঠকে যোগ দেওয়া। সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হওয়ার পর কুশল বিনিময় করেন দু’জন। পায়ের অবস্থা কেমন রয়েছে জানতে চাওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুণালকে পরামর্শ দেন এই সময় পুরোপুরি বিশ্রাম নেওয়ার।


এরপর ২১-এর নির্বাচনী প্রচারে গিয়ে নিজের পা ভাঙার প্রসঙ্গ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় কুণালকে বলেন, বিধানসভার নির্বাচনী প্রচারে গিয়ে পা ভাঙার পরও লাগাতার প্রচার চালিয়ে গিয়েছিলেন তিনি। তার ফল এখনো তিনি হাড়ে হাড়ে টের পাচ্ছেন। এখনো সেই ভাঙা পায়ের ব্যথায় ভুগতে হয় তাঁকে। কুণাল ঘোষ যেন সেই ভুল না করেন। এই সময় তাঁর উচিত পুরোপুরি বিশ্রাম নেওয়া। এ কথা বারবার তাঁকে স্মরণ করিয়ে দেন দলনেত্রী।

আরও পড়ুন- জনসংযোগে জোর, মাসে ৩ দিন জেলাভিত্তিক বৈঠক করবেন মমতা

