Sunday, August 24, 2025

রবিতেও আকাশের মুখভার! রাজ্যজুড়ে বৃষ্টি

Date:

Share post:

সকাল থেকেই মুখভার আকাশের। আবহাওয়া দফতরের পূর্বাভাস মত রবিবার সকাল থেকেই উত্তরবঙ্গের কয়েকটি জেলায় মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে।ছুটির দিনে বৃষ্টি থাকায় বাড়িতেই ছুটি উপভোগ করছেন রাজ্যবাসী।

আরও পড়ুন:ঘনাচ্ছে দুর্যোগের মেঘ, জেলায় জেলায় শিলাবৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, রবিবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তরের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রবিবার সকাল থেকেই জলপাইগুড়ি জেলার মালবাজার এবং তার পার্শ্ববর্তী এলাকায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। যার জেরে ওই এলাকায় তাপমাত্রার পারদ কিছুটা হলেও নিম্নমুখী হয়েছে।এদিন সকাল থেকেই বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি শুরু হয়েছে। শনিবার গভীর রাতে দুই দিনাজপুরের বিভিন্ন জায়গায় বৃষ্টি নেমেছে। ভোর থেকেই কোচবিহারে বৃষ্টি কখনও ঝিরঝিরে কখনও বা মুষলধারে শুরু হয়েছে। রবিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। বৃষ্টির পাশাপাশি হালকা ঝোড়ো হাওয়াও বইছে। শনিবার রাত থেকে বৃষ্টির জেরে তাপমাত্রা অনেকটাই কমেছে। ফলে উত্তরের জেলাগুলিতে আবার শীতের অনুভূতি হচ্ছে।

রবিবার সকালে উত্তর দিনাজপুরের বিভিন্ন এলাকায় ঘণ্টাখানেক ভারী বৃষ্টি হয়েছে। তবে দক্ষিণ দিনাজপুরে অপেক্ষাকৃত কম বৃষ্টি হয়েছে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে হাওয়া অফিস জানিয়েছে। সেই সঙ্গে কয়েকটি জায়গায় প্রতি ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রবিবার সকাল থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা এবং পুরুলিয়ায় জেলায় সকাল থেকেই আকাশ মেঘলা। শনিবার রাতে দক্ষিণ ২৪ পরগনা জেলাজুড়ে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হয়েছে। তবে রবিবার সকাল থেকে বৃষ্টির দেখা নেই। সুন্দরবন এলাকায় হালকা রোদও উঠেছে। অন্য দিকে, শনিবার রাত পর্যন্ত পুরুলিয়ায় ঝড়বৃষ্টি হয়েছে। তবে রবিবার সকালে আকাশ মেঘলা থাকলেও হাওয়া অফিসের পূর্বাভাস মেনে বৃষ্টির দেখা নেই। শনিবার রাতে বিক্ষিপ্ত কলকাতায় বৃষ্টি হয়েছে।

 

 

spot_img

Related articles

২৬-এ বড় খেলা হবে: ভাষা আন্দোলনের মঞ্চ থেকে মোদিকে চ্যালেঞ্জ অরূপের

বিজেপি ইতিহাস পড়েনি। ওদের ইংল্যান্ডে গিয়ে জেনে আসা দরকার বাঙালি স্বাধীনতা সংগ্রামে রক্ত-জীবন দিয়ে কীভাবে দেশের সম্মান ছিনিয়ে...

শাশ্বতকে সাহসী ভেবেছিলাম, অভিনেতাকে মেরুদণ্ডহীন বললেন বিবেক-পত্নী পল্লবী!

বেছে বেছে বিজেপি বিরোধী রাজ্যকে নিয়ে সিনেমা বানানো বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri)'দ্য বেঙ্গল ফাইলস'-এর (The Bengal...

বাংলাদেশে সাসপেন্ড, ভারতে আশ্রয় নিতে গিয়ে গ্রেফতার হাসিনার পুলিশকর্তা

বসিরহাটের স্বরূপনগর হাকিমপুর সীমান্ত দিয়ে বেআইনি ভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে শনিবার বিকেলে বিএসএফ-এর (BSF) হাতে আটক হন...

এশিয়া কাপের জন্যই দলীপের নেতৃত্বের প্রস্তাব ফিরিয়েছিলেন শ্রেয়স!

কয়েকদিন আগেই এশিয়া কাপের দল ঘোষণা করেছেন ভারতীয় দলের নির্বাচকরা। কিন্তু সেই দলেই সুযোগ পাননি শ্রেয়স আইয়ার(Shreyas Iyer)।...