Saturday, August 23, 2025

ফের উর্ধ্বমুখী কো.ভিড সংক্রমণ! গত কয়েকদিনে সংক্রমণ বৃদ্ধির হারে শীর্ষে গুজরাট

Date:

Share post:

সবেমাত্র শীত পেরিয়েছে।বসন্ত আসতেই ফের মাথাচারা দিয়ে উঠেছে কোভিড। সঙ্গে বৃদ্ধি পাচ্ছে কোভিড আক্রান্তের সংখ্যাও। সংক্রমণ বাড়ার পাশাপাশি মৃত্যুহারও উর্ধ্বমুখী। শনিবার কোভিডে দৈনিক আক্রান্তের সংখ্যা ১০০০ ছাড়িয়ে গিয়েছে। গত ১৩০ দিনের মধ্যে যা দেখা যায়নি।

আরও পড়ুন:কোভিড ভ্যাকসিনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ব্যবহৃত অ্যাডিনোই আজ ‘শিশুঘাতী ভিলেন’

গত সাত দিনে দৈনিক আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে।কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, শনিবার দেশে নতুন করে কোভিড ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭১ জন। গত বছরের নভেম্বর মাসের শুরুতে আক্রান্তের সংখ্যা শেষ বার ১০০০ ছাড়িয়েছিল। গত এক সপ্তাহে প্রায় ৫ হাজার মানুষ নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

মূলত পশ্চিম এবং দক্ষিণ ভারতেই কোভিড সংক্রমণের হার বেশি। তবে এবার উত্তর, পূর্ব ভারতেও ধীরে ধীরে আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। গত কয়েক দিনে সংক্রমণ বৃদ্ধির হার সবচেয়ে বেশি দেখা গিয়েছে গুজরাটে। সাত দিনে সেখানে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ৬৬০ জন। যা তার আগের সাত দিনের তুলনায় সাড়ে তিন গুণ বেশি।

গুজরাট ছাড়াও কোভিড সংক্রমণ বেড়েছে মহারাষ্ট্র এবং কর্নাটকে। মহারাষ্ট্রে সংক্রমণের সংখ্যা সবচেয়ে বেশি। গত সাত দিনে সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ১৬৫। কর্নাটকে সাত দিনে আক্রান্ত হয়েছেন ৭৩৯ জন। পিছিয়ে নেই রাজধানী দিল্লিও। সাত দিনে দিল্লিতে কোভিড আক্রান্তের সংখ্যা ৯৭ থেকে বেড়ে হয়েছে ২৩৫। এ ছাড়া, রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, পাঞ্জাব এবং উত্তরাখণ্ডে কোভিডে সংক্রমণের হার বেশি রয়েছে। দেশে গত সাত দিনে করোনায় ১৯ জনের মৃত্যুও হয়েছে।
যদিও এখনও সংক্রমণ নিয়ন্ত্রণেই রয়েছে পশ্চিমবঙ্গে। কেন্দ্রের বুলেটিন অনুযায়ী, রবিবার পর্যন্ত বাংলায় কোভিডে আক্রান্ত রোগীর সংখ্যা ৪৬ জন।নেই মৃত্যু।

 

 

spot_img

Related articles

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...