Sunday, November 9, 2025

ফের উর্ধ্বমুখী কো.ভিড সংক্রমণ! গত কয়েকদিনে সংক্রমণ বৃদ্ধির হারে শীর্ষে গুজরাট

Date:

Share post:

সবেমাত্র শীত পেরিয়েছে।বসন্ত আসতেই ফের মাথাচারা দিয়ে উঠেছে কোভিড। সঙ্গে বৃদ্ধি পাচ্ছে কোভিড আক্রান্তের সংখ্যাও। সংক্রমণ বাড়ার পাশাপাশি মৃত্যুহারও উর্ধ্বমুখী। শনিবার কোভিডে দৈনিক আক্রান্তের সংখ্যা ১০০০ ছাড়িয়ে গিয়েছে। গত ১৩০ দিনের মধ্যে যা দেখা যায়নি।

আরও পড়ুন:কোভিড ভ্যাকসিনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ব্যবহৃত অ্যাডিনোই আজ ‘শিশুঘাতী ভিলেন’

গত সাত দিনে দৈনিক আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে।কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, শনিবার দেশে নতুন করে কোভিড ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭১ জন। গত বছরের নভেম্বর মাসের শুরুতে আক্রান্তের সংখ্যা শেষ বার ১০০০ ছাড়িয়েছিল। গত এক সপ্তাহে প্রায় ৫ হাজার মানুষ নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

মূলত পশ্চিম এবং দক্ষিণ ভারতেই কোভিড সংক্রমণের হার বেশি। তবে এবার উত্তর, পূর্ব ভারতেও ধীরে ধীরে আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। গত কয়েক দিনে সংক্রমণ বৃদ্ধির হার সবচেয়ে বেশি দেখা গিয়েছে গুজরাটে। সাত দিনে সেখানে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ৬৬০ জন। যা তার আগের সাত দিনের তুলনায় সাড়ে তিন গুণ বেশি।

গুজরাট ছাড়াও কোভিড সংক্রমণ বেড়েছে মহারাষ্ট্র এবং কর্নাটকে। মহারাষ্ট্রে সংক্রমণের সংখ্যা সবচেয়ে বেশি। গত সাত দিনে সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ১৬৫। কর্নাটকে সাত দিনে আক্রান্ত হয়েছেন ৭৩৯ জন। পিছিয়ে নেই রাজধানী দিল্লিও। সাত দিনে দিল্লিতে কোভিড আক্রান্তের সংখ্যা ৯৭ থেকে বেড়ে হয়েছে ২৩৫। এ ছাড়া, রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, পাঞ্জাব এবং উত্তরাখণ্ডে কোভিডে সংক্রমণের হার বেশি রয়েছে। দেশে গত সাত দিনে করোনায় ১৯ জনের মৃত্যুও হয়েছে।
যদিও এখনও সংক্রমণ নিয়ন্ত্রণেই রয়েছে পশ্চিমবঙ্গে। কেন্দ্রের বুলেটিন অনুযায়ী, রবিবার পর্যন্ত বাংলায় কোভিডে আক্রান্ত রোগীর সংখ্যা ৪৬ জন।নেই মৃত্যু।

 

 

spot_img

Related articles

কীভাবে দত্তাবাদে খুন স্বর্ণ ব্যবসায়ী: এবার তদন্তে গোয়েন্দা বিভাগ

পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাসিন্দা। সোনার ব্যবসা করতেন নিউটাউনের দত্তাবাদে। দেহ পাওয়া গেল যাত্রাগাছির কাছে। খুনে নাম জড়ালো জলপাইগুড়ির...

‘ভূত বিড়াল’ কি শুধুই কল্পনার কাহিনী? বাস্তবে কোথায় দেখা গেল চাঁদনি রাতের বিড়াল

কালো নয়। ডোরা কাটাও নয়। বন বিড়াল। তবে সাদা। দেখা যায় শুধুই চাঁদনি রাতে। মানুষের থেকে ভূতের সঙ্গেই...

ইডেনে ব্যাটিংয়ে জোর দিতে চান গম্ভীর! ভাবনায় দুই কিপার

চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। ইডেনের প্রথম ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশ কেমন...

SIR আতঙ্কে সন্তানকে নিয়ে বিষ খেলেন মা! পরিবারের পাশে তৃণমূল

নির্বাচন কমিশনের ভোটার তালিকায় নাম রয়েছে, না নেই। রাজ্যজুড়ে সাধারণ মানুষের মধ্যে সেই আতঙ্ক ক্রমশ স্পষ্ট। বিহারের উদাহরণ...