Monday, August 25, 2025

এশিয়া কাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেবে বিসিসিআই, সুর বদল অনুরাগ ঠাকুরের

Date:

Share post:

২০২৩ এশিয়া কাপ ক্রিকেট আয়োজন নিয়ে গত বছর থেকেই ভারত ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের মধ্যে দড়ি টানাটানি চলছে। এবছর এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পাকিস্তানের উপর। কিন্তু পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যেতে রাজি নয় ভারত। অন্যদিকে, পাকিস্তান ক্রিকেট বোর্ডও আয়োজনের দায়িত্ব ছাড়তে নারাজ। এই অবস্থায় সোমবারই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে দুবাইয়ের বৈঠকে।

আজ ICC ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কর্তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে পাকিস্তান ক্রিকেট বোর্ড নিজেদের বক্তব্য তুলে ধরতে পারবে এশিয়া কাপ আয়োজন সংক্রান্ত বিষয়ে। তাদের দেশে এশিয়া কাপ আয়োজনের ব্যাপারে ভারত যে আপত্তি তুলেছে, তা নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরবে পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট বোর্ডের অন্তর্বর্তীকালীন কমিটির চেয়ারম্যান নাজম শেট্টির নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল দুবাই গিয়েছেন। তাঁরা ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট জয় শাহর সঙ্গেও আলোচনা করবেন।

এই পরিস্থিতিতে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thkaur) সাফ জানিয়ে দিলেন, এই টুর্নামেন্টে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেবে ভারতীয় বোর্ডই। প্রসঙ্গত, নিরাপত্তার কারণে ভারতীয় ক্রিকেটারদের পাকিস্তানে পাঠাতে নারাজ কেন্দ্র। ফলে এই টুর্নামেন্টে রোহিত শর্মারা নামতে পারবেন কিনা, তা নিয়ে প্রশ্ন রয়েই যাচ্ছে।গত বছর অক্টোবর মাসে অবশ্য অনুরাগ বলেছিলেন, ভারতীয় দল (Indian Cricket Team) পাকিস্তানে খেলতে যাবে কিনা, সেই সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্র মন্ত্রক। তবে রবিবার তিনি বলেন, “ভারত আদৌ এশিয়া কাপে খেলবে কিনা, সেই সিদ্ধান্ত নেবে বিসিসিআই (BCCI)। বোর্ডের তরফে যা বলা হবে, তার ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেবে ক্রীড়া মন্ত্রক ও স্বরাষ্ট্র মন্ত্রক।”

 

 

 

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...