Monday, August 25, 2025

এড়ালেন সিবিআই হাজিরা! আইনজীবী মারফত নথি পাঠালেন সুজয়

Date:

Share post:

সিবিআই (CBI) তলব এড়ালেন সুজয়কৃষ্ণ ভদ্র (Sujay Krishna Bhadra)। তবে প্রয়োজন মতো সমস্ত নথি আইনজীবী মারফত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের হাতে পৌঁছে দিয়েছেন তিনি। জানা গিয়েছে, সোমবারই নিজাম প্যালেসে (Nijam Palace) সশরীরে হাজিরা দেওয়ার কথা ছিল সুজয়ের। কিন্তু কিছু ব্যক্তিগত কারণে এদিন নিজে না গিয়ে আইনজীবীর (Lawyer) মারফত প্রয়োজনীয় সমস্ত নথিপত্র নিজাম প্যালেসে পাঠিয়ে দিয়েছেন তিনি। জানা গিয়েছে, স্ত্রী এবং মেয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টের (Bank Account) হিসাবনিকাশ খতিয়ে দেখতেই নথিপত্র তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর সেই মতোই সোমবার নিজে সশরীরে হাজির না হলেও আইনজীবী মারফত সমস্ত নথি পাঠিয়ে দিলেন তিনি।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত গোপাল দলপতি (Gopal Dalapati) এবং তাপস মণ্ডলই (Tapas Mondal) সুজয় কৃষ্ণ ভদ্রের নাম প্রকাশ্যে আনেন। তাঁরা দুজনেই সিবিআইকে জানান, সুজয় ভদ্রের কাছেই টাকা পাঠানো হত। গত সপ্তাহেই সুজয়কৃষ্ণ ভদ্রকে একটানা কয়েক ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছিলেন সিবিআয়ের তদন্তকারী আধিকারিকরা। সেই সময়ে বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তাঁর অ্যাকাউন্টে লক্ষ-লক্ষ টাকার লেনদেন প্রসঙ্গে তাঁকে জিজ্ঞাসাবাদও (Interrogation) করেন গোয়েন্দারা। সিবিআই সূত্রে খবর, সেই সময়ে গোয়েন্দাদের প্রশ্নের সদুত্তর দিতে পারেননি তিনি। আর সেই কারণেই ফের সোমবর তাঁকে নিজাম প্যালেসে তলব করে সিবিআই। এদিন তাঁকে স্ত্রী ও কন্যার ব্যাঙ্ক ডিটেলস নিয়ে হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু হাজিরা এড়িয়ে নিজের আইনজীবীকে নিজাম প্যালেসে পাঠান তিনি।

তবে গোপাল দলপতি সুজয়ের নাম সামনে আনতেই তাঁর খোঁজ শুরু করে সিবিআই আধিকারিকরা। শেষমেশ তাঁর হদিশ মেলে। তারপর থেকে একবার তাঁকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। কিন্তু সোমবার দ্বিতীয়বার তাঁকে তলব করা হলেও হাজিরা এড়িয়েছেন তিনি। তবে সিবিআই সূত্রের খবর, নিয়োগ দুর্নীতিতে যোগ রয়েছে এই ব্যক্তিরও। চাকরি বিক্রির বড় অংশের টাকার ভাগ তাঁর কাছেও গিয়েছে কী না তাই খতিয়ে দেখা হচ্ছে।

 

 

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...