Thursday, August 28, 2025

এখনই সিআরপিএফ নিরাপত্তা নয়, কৌস্তভ সমস্যার দ্রুত সমাধান চান বিচারপতি মান্থা

Date:

Share post:

কংগ্রেস নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচীকে এখনই সিআরপিএফ নিরাপত্তা দেওয়া হচ্ছে না। তাঁর বাড়িতে সিআরপিএফ মোতায়েন করার ব্যাপারে সমস্যা রয়েছে। সিআরপিএফের  অফিস থেকে কৌস্তভ বাগচীর বাড়ির দূরত্ব বিচার করে এই সিদ্ধান্ত। সোমবার আদালতে  এমনই জানিয়েছে কেন্দ্র। কলকাতা হাইকোর্টে সোমবার কৌস্তভের বাড়িতে পুলিশি অভিযান নিয়ে রিপোর্ট পেশ করেন ব্যারাকপুর কমিশনারেটের কমিশনার।

মুখ্যমন্ত্রী সম্পর্কে কৌস্তভের মন্তব্য এবং তাঁর বাড়িতে পুলিশি অভিযান নিয়ে তৈরি হওয়া সমস্যার দ্রুত সমাধান চান বিচারপতি রাজাশেখর মান্থা। তিনি দুপক্ষের আইনজীবীদের এ ব্যাপারে আলোচনা করারও পরামর্শ দেন। বিচারপতি বলেন, কৌস্তভ একজন আইনজীবী। মুখ্যমন্ত্রীও সকলের মুখ্যমন্ত্রী। এই দুর্ভাগ্যজনক বিতর্ক শেষ হওয়া দরকার।

গত ৩ মার্চ বড়তলা থানার পুলিশ কংগ্রেস নেতা কৌস্তভ বাগচিকে তাঁর ব্যারাকপুরের বাড়ি থেকে গ্রেফতার করেছিল।পরে কৌস্তভ জানান, তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। সেই ঘটনায় আদালত তাঁকে নিরাপত্তা দিতে বলে। আদালত সিআরপিএফ নিরাপত্তা দিতে বলে। এখন কৌস্তভের পুলিশের নিরাপত্তা রয়েছে। সেই ঘটনায় সিআরপিএফ জানাল নিরাপত্তা দিতে সমস্যা রয়েছে।

হুমকি ও অশান্তি ছড়ানোর অভিযোগে গ্রেফতার করা হয় কৌস্তভকে। ব্যাঙ্কশাল আদালত কৌস্তভকে ব্যক্তিগত বন্ডে জামিন দেয়। এক হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁকে জামিন দেওয়া হয়। পরবর্তীতে কৌস্তভ বাগচী মাথা ন্যাড়া করেন।তারই মধ্যে এদিন বিষয়টি আদালতে উঠেছিল। কৌস্তভ বাগচীর পাশে দাঁড়ান আইনজীবীরা।

 

 

spot_img

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...