আন্তর্জাতিক ক্ষেত্রে একত্রে কাজ করবে ভারত-জাপান, হাতে হাত মোদি-কিশিদার

ভারতে বিপুল বিনিয়োগের কথা আগেই ঘোষণা করেছিলেন জাপানের (Japan) প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা (Fumio Kishida)। এবার ভারত সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর দুই দেশ জানিয়ে দিল আন্তর্জাতিক ক্ষেত্রে একাধিক বিষয়ে একসঙ্গে কাজ চলবে। পাশাপাশি ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যেন স্থিতাবস্থা বজায় থাকে, সেই বিষয়টি সুনিশ্চিত করবে দুই দেশ।

ভারত সফরে এসে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে বৈঠক করেন কিশিদা। এই বৈঠক শেষে দেশের প্রধানমন্ত্রী জানান, আন্তর্জাতিক ক্ষেত্রে দুই দেশের স্বার্থ রক্ষার পাশাপাশি বিশ্বের উন্নতির জন্যও কাজ করবে ভারত ও জাপান। এছাড়াও প্রতিরক্ষা, বাণিজ্য-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছেন তাঁরা। পাশাপাশি জাপানের প্রধানমন্ত্রী জানান, ভারতের সঙ্গে জাপানের ব্যবসায়িক সম্পর্ক ক্রমেই বাড়ছে। এর ফলে ভারতের উন্নতি হবে, সেই সঙ্গে অর্থনৈতিক দিক থেকেও প্রচুর সুযোগ আসবে জাপানের কাছে। কিশিদা ঘোষণা করেন, “গত বছর আমি ঘোষণা করেছিলাম, আগামী পাঁচ বছরের মধ্যে ভারতে ৩ লক্ষ ২০ হাজার কোটি টাকার বিনিয়োগ করবে জাপান। সেই লক্ষ্যে আমরা অনেকখানি এগিয়েছি।”

বর্তমানে জি ২০র (G20) সভাপতিত্ব করছে ভারত। অন্যদিকে ২০২২ সালের জি৭ বৈঠকে আমন্ত্রিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী। চলতি বছর জি৭য়ের সভাপতির দায়িত্ব পেয়েছে জাপান। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী কিশিদা। আগামী মে মাসে জি৭ সম্মেলনে যোগ দিতে জাপানের যাবেন মোদি। প্রসঙ্গত, চিনা আগ্রাসনের বিরুদ্ধে শক্তিশালী জোট গড়তে আগ্রহী ভারত-জাপান সহ কোয়াডের দেশগুলি। এহেন পরিস্থিতিতে চিনকে রুখতেই আন্তর্জাতিক ক্ষেত্রে একসঙ্গে কাজ করার বার্তা দিল দুই দেশ।

Previous articleবাজেট অধিবেশনে প্রথমবার বক্তৃতাতেই পুরসভার নজর কাড়লেন অয়ন, ঠুকলেন সজলকেও
Next articleমডেল বাংলা: তামিলনাড়ুতেও মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার!