Sunday, May 4, 2025

নিশীথের কনভয়ে হা.মলার ঘটনায় অভিযুক্ত বিজেপিই, হাই কোর্টে রিপোর্ট জমা জেলা পুলিশের

Date:

Share post:

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) গাড়িতে হামলার ঘটনায় অভিযুক্ত বিজেপিই (BJP)। মঙ্গলবারই কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) জমা পড়েছে কোচবিহারের পুলিশ সুপারের (Coochbehar Police Super) রিপোর্ট (Report)। মঙ্গলবারই কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে (Division Bench) দীর্ঘক্ষণ এই মামলার শুনানি চলে। তবে মঙ্গলবারই এই মামলার শুনানি শেষ হলেও এই ইস্যুতেই দায়ের হওয়া অপর একটি মামলার একই সঙ্গে শুনানির জন্য বিচারপতি রাজাশেখর মান্থা (Justice Rajasekhar Mantha) এদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলাটি পাঠিয়ে দেন বলে খবর। আর সেই মামলার শুনানির পরই রায় ঘোষণা করবে আদালত।

উল্লেখ্য, কলকাতা হাই কোর্টে দায়ের হওয়া মামলায় জেলা পুলিশের রিপোর্ট তলব করেছিল কলকাতা হাই কোর্টের বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি দত্তগুপ্তের ডিভিশন বেঞ্চ। আর তারপরই কোচবিহারের পুলিশ সুপার হাই কোর্টে রিপোর্ট জমা দিয়ে জানায়, পুরো ঘটনায় দায়ি বিজেপিই। এর পিছনে তৃণমূল কর্মী সমর্থকদের কোনও হাত নেই। উল্টে তৃণমূল কর্মীদের উপরেই পাল্টা আঘাত করে বিজেপি কর্মী সমর্থকরা। জানা গিয়েছে, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দিনহাটায় পৌঁছনোর পর কোনও অজ্ঞাত কারণে বুরিহাটের তৃণমূলের পার্টি অফিসের দিকে এগিয়ে যায় কনভয়। আর সেই সময়ই নিশীথের কনভয়ে হামলার অভিযোগ ওঠে। সেই সময় বিজেপির কর্মী সমর্থকদের হাতে ছিল হকি স্টিক ও ধারালো অস্ত্র। আর সেগুলিই তৃণমূল কর্মী সমর্থকদের দিকে ছোড়ার অভিযোগ ওঠে বিজেপির কর্মী সমর্থকদের বিরুদ্ধে। আর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি।

তবে, হামলার ঘটনায় সিআরপিএফয়ের পক্ষ থেকে সিবিআই তদন্তের আবেদন চেয়ে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে আরেকটি মামলা দায়ের হয়। কিন্ত যেহেতু এই সংক্রান্ত মামলা প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে বিচারাধীন। তাই এই মামলা প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে পাঠিয়ে দেন বিচারপতি মান্থা।

 

 

 

spot_img
spot_img

Related articles

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...