Monday, August 25, 2025

নিশীথের কনভয়ে হা.মলার ঘটনায় অভিযুক্ত বিজেপিই, হাই কোর্টে রিপোর্ট জমা জেলা পুলিশের

Date:

Share post:

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) গাড়িতে হামলার ঘটনায় অভিযুক্ত বিজেপিই (BJP)। মঙ্গলবারই কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) জমা পড়েছে কোচবিহারের পুলিশ সুপারের (Coochbehar Police Super) রিপোর্ট (Report)। মঙ্গলবারই কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে (Division Bench) দীর্ঘক্ষণ এই মামলার শুনানি চলে। তবে মঙ্গলবারই এই মামলার শুনানি শেষ হলেও এই ইস্যুতেই দায়ের হওয়া অপর একটি মামলার একই সঙ্গে শুনানির জন্য বিচারপতি রাজাশেখর মান্থা (Justice Rajasekhar Mantha) এদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলাটি পাঠিয়ে দেন বলে খবর। আর সেই মামলার শুনানির পরই রায় ঘোষণা করবে আদালত।

উল্লেখ্য, কলকাতা হাই কোর্টে দায়ের হওয়া মামলায় জেলা পুলিশের রিপোর্ট তলব করেছিল কলকাতা হাই কোর্টের বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি দত্তগুপ্তের ডিভিশন বেঞ্চ। আর তারপরই কোচবিহারের পুলিশ সুপার হাই কোর্টে রিপোর্ট জমা দিয়ে জানায়, পুরো ঘটনায় দায়ি বিজেপিই। এর পিছনে তৃণমূল কর্মী সমর্থকদের কোনও হাত নেই। উল্টে তৃণমূল কর্মীদের উপরেই পাল্টা আঘাত করে বিজেপি কর্মী সমর্থকরা। জানা গিয়েছে, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দিনহাটায় পৌঁছনোর পর কোনও অজ্ঞাত কারণে বুরিহাটের তৃণমূলের পার্টি অফিসের দিকে এগিয়ে যায় কনভয়। আর সেই সময়ই নিশীথের কনভয়ে হামলার অভিযোগ ওঠে। সেই সময় বিজেপির কর্মী সমর্থকদের হাতে ছিল হকি স্টিক ও ধারালো অস্ত্র। আর সেগুলিই তৃণমূল কর্মী সমর্থকদের দিকে ছোড়ার অভিযোগ ওঠে বিজেপির কর্মী সমর্থকদের বিরুদ্ধে। আর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি।

তবে, হামলার ঘটনায় সিআরপিএফয়ের পক্ষ থেকে সিবিআই তদন্তের আবেদন চেয়ে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে আরেকটি মামলা দায়ের হয়। কিন্ত যেহেতু এই সংক্রান্ত মামলা প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে বিচারাধীন। তাই এই মামলা প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে পাঠিয়ে দেন বিচারপতি মান্থা।

 

 

 

spot_img

Related articles

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...

গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণে বড় ছাড়, প্রক্রিয়া সহজ করল পরিবহণ দফতর 

রাজ্যের নন-ট্রান্সপোর্ট গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণের জটিলতা এবার অনেকটাই সহজ হল। পরিবহণ দফতরের নতুন সিদ্ধান্তে গাড়ি...

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন মীরাবাই চানু

একছরের বিরতি ভেঙে ফিরেই বিরাট সাফল্য মীরাবাই চানুর(Mirabai Chanu)। কমনওয়েলথ(Commonwealth) চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ে সোনা(Gold Medal) জিতলেন মীরাবাই(Mirabai Chanu)।...