আসানসোল CGM কোর্টেও জামিনের আবেদন খারিজ জিতেন্দ্র তেওয়ারির

জামিনের আবেদন খারিজ বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারির (Jitendra Tiwari)। পুলিশ হেফাজতে থাকাকালীন তাঁর যে জামিনের আবেদন করা হয়েছিল, বৃহস্পতিবার তা খারিজ করে দিলেন আসানসোল CGM কোর্টের বিচারক তরুণকান্তি মণ্ডল। সুপ্রিম কোর্টের (Supreme Court) রায়কে হাতিয়ার করে মঙ্গলবার জিতেন্দ্রর জামিনের আবেদন করেছিলেন তাঁর আইনজীবী শেখর কুণ্ডু (Shelhar Kundu)। সরকারি আইনজীবী ছিলেন সোমনাথ চট্টরাজ। এদিন এই মামলার শুনানির পরে জামিনের আবেদন খারিজ করেন দেন বিচারক।

২০ মার্চ কম্বল কাণ্ডে ধৃত সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন জামিনের শুনানিতে জিতেন্দ্রের দুই সঙ্গী গৌরব গুপ্ত এবং তেজপ্রতাপ সিংকে ১৪ দিনের জন্য রক্ষাকবচ দেওয়া হয়। সেই রায়কেই সামনে রেখে আসানসোল সিজিএম আদালতে জামিনের জন্য আবেদন করেছিলেন জিতেন্দ্রর আইনজীবী। কিন্তু দুপক্ষের সওয়াল জবাব শোনার পর জামিন নাকচ করে দেন বিচারক। আগামী দিনে উচ্চ আদালতে যাওয়ার কথা জানান আইনজীবী শেখর কুণ্ডু।

আরও পড়ুন:বাড়ির ছাদে ভেঙে পড়ল গ্লাইডার, গুরুতর আ*হত এক শিশুসহ পাইলট !