সিভিক ভলেন্টিয়ারের দায়িত্ব বোঝাতে সার্কুলার জারি রাজ্য পুলিশের ! 

রাজ্য পুলিশের তরফ থেকে যে গাইডলাইন জারি করা হয়েছে তাতে স্পষ্টভাবে বলা হয়েছে যে , রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশকে সাহায্য করা থেকে শুরু করে উৎসব অনুষ্ঠানে ভিড় সামলানোর মতো কাজ সিভিক ভলেন্টিয়ার করতে পারবেন।

আইনশৃঙ্খলা জনিত দায়িত্বপূর্ণ কাজ করতে পারবেন না সিভিক ভলেন্টিয়াররা (Civic volunteers)। তবে ট্রাফিক নিয়ন্ত্রণের (Traffic Control) ক্ষেত্রে পুলিশকে সহযোগিতা করতে পারবেন। শুক্রবার সার্কুলার জারি করে স্পষ্টভাবেই সে কথা জানিয়ে দিল রাজ্য পুলিশ (West Bengal Police)। ২৯ মার্চের মধ্যে সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে গাইডলাইন তৈরির নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সেইমতো নির্দেশিকা জারি হল।

রাজ্য পুলিশের তরফ থেকে যে গাইডলাইন জারি করা হয়েছে তাতে স্পষ্টভাবে বলা হয়েছে যে , রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশকে সাহায্য করা থেকে শুরু করে উৎসব অনুষ্ঠানে ভিড় সামলানোর মতো কাজ করলেও আইনশৃঙ্খলাজনিত কোনও দায়িত্বপূর্ণ কাজে সিভিক ভলেন্টিয়াররা কোনও পদক্ষেপ করতে পারবেন না। তবে তাঁরা বেআইনি পার্কিং রুখতে এবং মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে রাজ্য পুলিশকে সাহায্য করবেন।

 

Previous articleকেমন যাবে আজকের দিন
Next articleচৈত্রে ফের অকালবৈশাখী ! দু*র্যোগের মেঘ বাংলার আকাশে