Wednesday, August 27, 2025

“সুজনের স্ত্রীর চাকরি আমার সামনেই পার্টির সুপারিশে হয়েছে”, দাবি প্রাক্তন CMP নেতার

Date:

Share post:

সুজন চক্রবর্তীর স্ত্রী মিলিদেবীর কলেজে চাকরিটি পার্টির সুপারিশেই হয়েছিল, স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন প্রাক্তন সিপিএম নেতা সমীর পুততুণ্ড। নব্বইয়ের দশকে সিপিএম যখন বাংলার আকাশে মধ্য গগনের সূর্য, তখনই দক্ষিণ ২৪ পরগনা জেলার পার্টির সম্পাদক ছিলেন সমীর পুততুণ্ড। তাঁর দাবি, সুজনের স্ত্রীর চাকরির পিছনে দলগতভাবে তাঁরও হাত ছিল। সেই সঙ্গে আরও দাবি করেন, এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা ছিল না, বাম জমানায় এইভাবে হাজার হাজার চাকরি হয়েছে। তাই শুধু সুজন নয়, খুঁজলে চাকরি দুর্নীতিতে উঠে আসবে সেই সময়কার আরও অনেক রাঘব বোয়ালের নাম। যোগ্যদের বাদ দিয়ে ভুরি ভুরি নিয়োগ হয়েছিল বাম জমানায়, তাঁর সবটাই জানেন বলে দাবি করেন সমীরবাবু।সুজনের সঙ্গে বিয়ের আগে ১৯৮৭ সালে মিলির চাকরির জন্য সুপারিশ গিয়েছিল সিপিএমের তরফেই। সুজন দলের সর্বক্ষণের কর্মী হবেন, তাঁর হবু স্ত্রীর জন্য চাকরির প্রয়োজন ছিল। সমীরের দাবি, “মিলিকে আমি চিনি। সে সময়ে আলোচনার মধ্যে আমিও ছিলাম। একটা ছেলে দলের জন্য কাজ করছে, তার পরিবারকে সহায়তা দেওয়া দলের নীতি ছিল। অনেকের ক্ষেত্রেই এটা হয়েছে। এটা দলের নীতি, এখানে বিরোধিতা করার কোনও পরিস্থিতি ছিল না। এটা সহজ করে বলাই ভাল।”সুজন চক্রবর্তীর স্ত্রীর চাকরি কীভাবে হয়েছিল সে বিষয়ে প্রশ্ন করা হলে সমীরবাবু বলেন, “আমি অস্বীকার করতে পারব না, আমি তখন জেলা নেতৃত্বে ছিলাম। আমি ১৯৮৫ সাল থেকে রাজ্য কমিটির সদস্য ছিলাম। ৯৩ সাল থেকে জেলা সেক্রেটারি হয়েছি। এটা সে সময়েরই ঘটনা, সুজনের বিয়ের আগের ঘটনা। আমায় তখন বারবার ইনসিস্ট করেছিল, মিলির চাকরিটা হয়ে গেলে সুজনদের সুবিধা হবে। তখন গড়িয়ার দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজে কাজের একটা সুযোগ ছিল। করে দিলাম।”

 

 

spot_img

Related articles

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

২৭ অগাস্ট (বুধবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

জম্মুতে প্রাকৃতিক বিপর্যয়ে মৃত্যুতে শোকপ্রকাশ মমতার, কেন্দ্রকে প্রশ্ন ওমরের

প্রবল প্রাকৃতিক দুর্যোগের শিকার ভূস্বর্গ। প্রকৃতির রোশ থেকে রক্ষা পাননি তীর্থযাত্রীরাও। মাতা বৈষ্ণোদেবী মন্দিরের পথে তীর্থযাত্রীদের মৃত্যুর ঘটনায়...

গণেশ চতুর্থীর বিকেলে ঝড়-বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের! 

ভাদ্রের রোদে বাড়ছে গরম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দুপুর ১২ টার পর তাপমাত্রা ৩২ ডিগ্রির আশেপাশে...

জীবন যুদ্ধে লড়াই ক্যানসারের সঙ্গে, কেমন আছেন বিশ্বকাপজয়ী ক্লার্ক?

ক্রিকেটের ২২ গজে অবিস্মরীণ ইনিংস উপহার দিয়েছেন। অস্ট্রেলিয়া(Australia) দলের বহু স্মরণীয় জয়ের নায়ক তিনি। এমনকি ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে...