Wednesday, August 20, 2025

এপ্রিলের শুরুতেই ‘একেন থালি’র উদ্বোধনে টিম ‘দ্য একেন’, ‘উটকো’ ঝামেলার ইঙ্গিত অনির্বাণের !

Date:

Share post:

‘মাছে ভাতে গোয়েন্দা’র পাহাড় ছেড়ে এবার রুদ্ধশ্বাস রাজস্থান (The Eken Ruddhaswash Rajasthan) সফর শুরু আগামী পয়লা বৈশাখে (Bengali New Year), প্রযোজনায় SVF। এপ্রিলের প্রথম দিনে সেই সফরের মুহূর্ত তুলে ধরার পাশাপাশি ‘আহেলী’তে (Aheli Restaurent) ‘একেন থালি’র উদ্বোধনে হাজির টিম ‘দ্য একেন’ । জয়সলমীরের পটভূমিতে একেন বাবুর ‘উটকো ঝামেলা’ তৈরি করলেন যিনি, সেই পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় (Joydeep Mukherjee) কম কথার মানুষ। কিন্তু বাংলার এবং বাঙালির সত্যজিৎ নস্টালজিয়াকে উসকে দিয়ে একেনকে নিয়ে তিনি উচ্ছ্বসিত। তবে স্রষ্টার প্রয়াণে দায়িত্ব আরও বাড়ল, স্বীকার করলেন পরিচালক অভিনেতা দুজনেই।

অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborty)যে যথার্থই ‘দ্য একেন’ তা নিয়ে বাঙালির কোন সন্দেহ নেই। টিজার থেকে শুরু করে ট্রেলার সবই ঠিক ক্যামেরার ফোকাস কেড়ে নিলেন বাঙালির মাছের ভাতে গোয়েন্দা। তিনি জানালেন আগামী ছবির গল্প ঠিক হবে ছবি মুক্তির দিন সন্ধ্যেবেলা যেমনটা গতবারেও হয়েছিল। এই সিনেমার গোটা কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে তিনি, তাই স্বাভাবিকভাবেই দায়িত্ব বরাবরই বেশি। টিমের বাকি মেম্বাররা বলছেন একেন বাবুর হিউমার তাঁর রহস্য উন্মোচনের পদ্ধতির মতোই বেশ উদ্ভট। এই ছবিতেও সেই রেশ ধরা পড়েছে।

‘বাপিবাবু’ অর্থাৎ সুহোত্র মুখোপাধ্যায়(Suhotra Mukherjee) জানান এই সিনেমার জন্যই তাঁর রাজস্থান যাত্রা। পাশাপাশি ‘ সোনার কেল্লা’ ঘোরা, মুকুলের বাড়ি দেখা থেকে শুরু করে ভৌতিক অভিজ্ঞতার কথাও বললেন তিনি।

প্রমোথ মানে সোমক ঘোষ (Somok Ghosh)কথার শুরুতেই প্রমিস করলেন তিনি আর উটে চড়ার কথা জীবনেও ভাববেন না, সৌজন্যে শুটিং মেমোরি। একেন ব্রম্ভান্ড মানেই অনেক চমক এবার সেখানেই নতুন টিম মেম্বার সন্দীপ্তা সেন। সিনেমায় তিনি মিউজিয়ামের কিউরেটর। দর্শকদের উদ্দেশ্যে বললেন “চমক আছে”। ছবিতে অভিনয় করেছেন সুদীপ মুখোপাধ্যায়ও।

আহেলিতে জমজমাট ভেজ আর ননভেজ থালি দেখে লোভ সামলাতে পারলেন না কেউই। একেন বাবুর ব্যক্তিগত পছন্দ মাছ মাংস দুটোই। প্রমোথ অবশ্য মাটনেই মন বসালেন। সিনেমার মতোই বেশ সিরিয়াস বাপি বাবু সুহোত্র। নতুন বাংলা বছরের প্রথম দিনে জমজমাট রহস্য রোমাঞ্চ উপভোগ করতে চলেছেন বাঙালি বলাই বাহুল্য।

 

spot_img

Related articles

JPC-র ঢাল দিয়ে লোকসভায় পেশ কালো আইন: সরব বিরোধীরা

গায়ের জোরে ২০২৩ সাল থেকে একের পর এক বিল পাশ, আইন পাশ করানোই নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ মোদি...

অভিনেত্রী নয়, ‘নেত্রী’ হওয়ার জন্য আয়নার সামনে ভাষণ প্র্যাকটিস সাবিত্রীর!

বাংলা সিনেমা জগতের কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee) নাকি রাজনৈতিক নেত্রী হতে চেয়েছিলেন! আয়নার সামনে দাঁড়িয়ে রীতিমত...

হিটলারি আঘাত: ‘গণতন্ত্র হত্যাকারী’ সংশোধনী বিলের বিরোধিতায় গর্জে উঠলেন মমতা

“কালো দিন, কালো বিল“ লোকসভায় সংবিধান সংশোধনী বিল পেশ হওয়ার পরেই গর্জে উঠলেন বাংলা মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC)...

দেশে ফেরা হল না! আফগানিস্তানে বাসে ভয়াবহ আগুন লেগে মৃত ৭৮ যাত্রী

ভয়াবহ দুর্ঘটনা আফগানিস্তানে। ট্রাক ও মোটর সাইকেলের সংঘর্ষে জ্বলে উঠল আগুন। বিধ্বংসী অগ্নিকাণ্ড যাত্রীবোঝাই বাসে। মৃত্যু হয়েছে কমপক্ষে...