Sunday, May 11, 2025

চেলসির পরবর্তী কোচ কে? দৌড়ে নাগলসমান-পচেত্তিনো-আনচেলত্তি

Date:

Share post:

কোচ ছাঁটাইয়ে সিদ্ধহস্ত চেলসির ডাগআউটে গত শনিবার ১১তম হারের পরই খড়্গ নেমে আসে কোচ পটারের কাঁধে। ছাঁটাই করা হয়েছে তাঁকে। স্বাভাবিকভাবেই এখন প্রশ্ন উঠছে—চেলসির পরবর্তী কোচ কে?
চেলসির পছন্দের তালিকায় মরিসিও পচেত্তিনো থাকতে পারেন বলে জানা গিয়েছে। যদিও চেলসি এই আর্জেন্টাইন কোচের সঙ্গে যোগাযোগ করেছে কি না, তা নিশ্চিত করতে পারেননি কেউই। শুধু জানা গিয়েছে, গত বছর সেপ্টেম্বরে চেলসি টমাস টুখেলকে ছাঁটাই করার পর পচেত্তিনো পছন্দের তালিকায় বেশ ওপরে ছিলেন। গ্রাহাম পটারকে নেওয়ায় তখন পচেত্তিনোকে তাই আর কথা হয়নি। পচেত্তিনোকে নিয়ে চেলসি এখনো কিছু না বললেও টটেনহামের সাবেক এই কোচ নাকি ইংলিশ ক্লাবটির পছন্দের তালিকায় আছেন। আবার অন্য একটি সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। কার্লো আনচেলত্তির ব্রাজিলের কোচ হওয়া নিয়ে গুঞ্জন আছে বাজারে। তেমন কোনো সম্ভাবনা তৈরি হলে পচেত্তিনোর প্রতি রিয়াল হাত বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে।ইউলিয়ান নাগলসমানের সম্ভাবনার কথাও জানা যাচ্ছে। গত ২৪ মার্চ নাগলসমানকে কোচ পদ থেকে ছাঁটাই করে বায়ার্ন মিউনিখ। এর পর থেকেই বেকার এই জার্মান কোচ।
জানা গিয়েছে, বায়ার্নে ছাঁটাই হওয়ার পর এমনিতেই খুব হতাশার মধ্যে আছেন নাগলসমান। চেলসিও বোঝার চেষ্টা করছে এই মুহূর্তে কেমন মানসিকতার মধ্য দিয়ে যাচ্ছেন নাগলসমান। তিনি তাৎক্ষণিকভাবে দায়িত্ব নেওয়ার মতো পরিস্থিতিতে আছেন কি না, নাকি মরসুম শেষে পারবেন—সেসবও ভাবছে চেলসি।
তবে সমস্যা হল, বায়ার্ন তাকে ছাঁটাই করেছে কিন্তু চুক্তি বাতিল নিয়ে এখনও দুই পক্ষের সমঝোতা হয়নি। তাই চুক্তির মেয়াদ এখনও আছে, সেটা ২০২৬ পর্যন্ত। তাই নাগলসমান যদি চেলসির প্রস্তাবে রাজি হন, তাহলে তাদের বায়ার্নের সঙ্গেও সমঝোতা কিংবা ক্ষতিপূরণের বিষয়টি চূড়ান্ত করতে হবে। চেলসির নাগলসমান ইস্যুতে এই বিষয়টি গুরুত্বপূর্ণ।

 

spot_img

Related articles

সাক্ষাৎ করতে চান: শুনেই পাকিস্তানে আটক জওয়ান পুর্নম কুমারের স্ত্রীকে ফোন মুখ্যমন্ত্রীর

পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ থেমেও থামছে না। আর এই পরিস্থিতি কতটা উদ্বেগের মধ্যে ফেলছে হুগলির রিষড়ার বিএসএফ জওয়ান পুর্নম...

আগামী ১৬ মে থেকে শুরু হতে পারে আইপিএল

সরকারীভাবে ঘোষণা না হলেও আগামী ১৬ কিংবা ১৭ মে থেকেই শুরু হতে চলেছে আইপিএল। তবে ২৫ নয় আইপিএল...

অপারেশন সিন্দুর: শাড়িতে-কেকে ভারতীয় সেনাকে কুর্নিশ

পহেলগাম জঙ্গি হামলার প্রত্যুত্তরে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি ধুলিস্যাৎ করেছে ভারতীয় সেনা (Indian Army)।...

মাতৃদিবসে নস্টালজিক বিনোদন জগত, কথায়-ছবিতে সমাজমাধ্যমে অনুভূতি শেয়ার তারকাদের

পৃথিবীর আলো দেখিয়েছেন যিনি সেই মায়ের জন্য কোনও একটা দিন কখনই যথেষ্ট হতে পারেনা। বছরে প্রত্যেকটা দিনের প্রত্যেকটা...