Monday, August 25, 2025

কোটি কোটি টাকা ব্যয়ে প্রাসাদ কিনেও চরম অস্বস্তি! কেন্দ্রের আচরণে ক্ষু.ব্ধ সাইরাস পুনাওয়ালা

Date:

Share post:

৭৫০ কোটি টাকা খরচ করে প্রাসাদ কিনেও স্বস্তি নেই। দীর্ঘ ৮ বছর পেরিয়ে গেলেও নতুন বাড়িতে যেতে গিয়ে বারবার থমকে যেতে হচ্ছে সাইরাস পুনাওয়ালাকে (Cyrus Poonawala)। জানা গিয়েছে, জমির মালিকানা সংক্রান্ত বিরোধের কারণে ভারত সরকার তাঁকে সম্পত্তির হস্তান্তর আটকে দিয়েছে। উল্লেখ্য, মার্কিন সরকারের কাছ থেকে লিঙ্কন হাউস (Lincoln House) কিনেছিলেন বিশ্বের বৃহত্তম প্রতিষেধক নির্মাতা সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার (Serum Institute of India) মালিক।

জানা গিয়েছে, গত প্রায় ৫০ বছরেরও বেশি সময় ধরে ব্রিচ ক্যান্ডির এই সম্পত্তি মার্কিন কনস্যুলেটের হাতে ছিল। কিন্তু এই জমির আসল মালিকানা কার, তা এখনও পরিষ্কার নয়। আপাতত ভারত সরকার এই জমির হস্তান্তর স্থগিত রেখেছে কারণ মহারাষ্ট্র সরকার (Maharashtra Govt) এবং প্রতিরক্ষা মন্ত্রক (Central Defence Ministry), উভয়েই এই প্লটের মালিকানা দাবি করেছে। আর সেকারণেই সাইরাসকে তাঁর নিজের সম্পত্তি হস্তান্তর করা যাচ্ছে না।

তবে সাইরাস সাফ জানিয়েছেন, কেন সরকার এই জমি বিক্রি আটকে রেখেছে, তার স্বপক্ষে কোনও যুক্তি দেয়নি। তবে তাঁর ধারণা, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এত বিপুল পরিমাণে টাকা যাক, তা চায় না ভারত সরকার। আর সেকারণেই এমন সিদ্ধান্ত। ইতিমধ্যে সম্পত্তি বিক্রি নিয়ে দিল্লি এবং ওয়াশিংটনের মধ্যে সংঘাত লেগেই রয়েছে। তবে বিষয়টি নিয়ে মহারাষ্ট্র সরকার এবং প্রতিরক্ষা মন্ত্রক কেউই কোনও মন্তব্য করতে চায়নি।

উল্লেখ্য, ১৯৩৮ সালে ওয়াঙ্কানের মহারাজা লিঙ্কন হাউস তৈরি করেছিলেন। ১৯৫৭ সালে ৯৯৯ বছরের লিজ হিসাবে তা মার্কিন সরকারের কাছে বিক্রি হয়। এরপর ২০০৪ সালে বান্দ্রা-কুরলা কমপ্লেক্সে সেই অফিস স্থানান্তরিত হয়ে যায়। সেই সময় থেকেই এই সম্পত্তি বিক্রির চেষ্টা শুরু হয়। পরে পুনাওয়ালা পরিবার সেটি বাসভবন হিসাবে কিনে নেয়।

 

 

spot_img

Related articles

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...