Sunday, January 11, 2026

RR vs PBKS : বিফলে গেল হেটমায়ারের ঝোড়ো ইনিংস, ৫ রানে জয় পেল পঞ্জাব

Date:

Share post:

PBKS 197/4 (20)
RR 192/7 (20)
Punjab Kings won by 5 runs

১৯৮ রানের বিরাট টার্গেট। যদিও আইপিএলে কোনো রানই অসম্ভব নয় তা একাধিকবার প্রমান দিয়েছে একাধিক দল। তবুও কিছুটা স্বস্তিতে ছিল ধাওয়ানরা। প্রথমে দেখে মনে হচ্ছিল হাসতে হাসতে ম্যাচ জিতবে পঞ্জাব কিংস। কিন্তু শেষ ৩ ওভারে খেলার ছবি বদলে দেন হেটমায়ার-ধ্রুব-র জুটি। অবশ্য শেষ পর্যন্ত রাজস্থানকে জেতাতে পারলেন না দুই ব্যাটার। টানটান ম্যাচে শেষ অবধি গিয়েও হার দিয়েই সন্তুষ্ট থাকতে হল রাজস্থান রয়্যালসকে। ৫ রানে ম্যাচ জিতল প্রীতি জিন্টার দল।

এদিনের ম্যাচে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন রয়্যালস ক্যাপ্টেন সঞ্জু স্যামসন। পঞ্জাবের হয়ে দুরন্ত ওপেনিং করেন ক্যাপ্টেন শিখর ধাওয়ান ও প্রভসিমরন সিং। প্রভসিমরন সিং ও শিখর ধাওয়ানের জুটিতে লুটিয়ে পড়তে থাকে রাজস্থান। ওপেনিং জুটি করে ৯০ রান। ৬০ রান করে আউট হন প্রভসিমরন সিং। এরপর শুরু করেন ধাওয়ান। ৫৬ বলে ৮৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন পঞ্জাব অধিনায়ক। এরপর জিতেশ শর্মা ২৭ রান করেন। ২০ ওভারের শেষে পঞ্জাবের রানসংখ্যা গিয়ে দাঁড়ায় ১৯৭ তে। দুটি উইকেট নেন জেসন হোল্ডার। একটি করে উইকেট পান চাহাল ও অশ্বিন।

১৯৮ রান তাড়া করতে নেমে এদিন শুরুতেই ব্যাট করতে আসেন রবিচন্দ্রন অশ্বিন। তবে এদিন ব্যাট হাতে কোনও সুবিধাই করতে পারেনি অশ্বিন। শূন্য রানে আউট হন তিনি। তবে যশস্বী জয়সওয়াল শুরু করলেও মাত্র ১১ রান করে মাঠ ছাড়েন তিনি। এদিন ব্যাট হাতে ব্যর্থ হন বাটলারও। মাত্র ১৯ রান করেন তিনি। এরপর দলকে টেনে নিয়ে যান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্য়ামসন। তবে তিনি ৪২ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন। তবে শেষের দিকে ম্যাচের রং পাল্টে দিয়েছিলেন হেটমায়ার-ধ্রুব জুটি। ১৮ বলে ৩৬ রানের ঝোড়ো ইনিংস খেলে রানআউট হন হেটমায়ার। অন্যদিকে ধ্রুব অপরাজিত থাকেন ৩২ রানে। শেষ লড়াই করেও এদিন পঞ্জাবের কাছে মাত্র ৫ রানে হারল রাজস্থান রয়্যালস। বল হাতে চার উইকেট নিয়ে ম্যাচের সেরা হল পঞ্জাবের নাথান এলিস। আর্শদীপ সিং নেন দুটি উইকেট। এই নিয়ে টানা দুই ম্যাচে জয় পেল পঞ্জাব কিংস।

আরও পড়ুন- জেলায় জেলায় হাসপাতাল ও স্কুল গড়ার পণ: অনুষ্ঠান মঞ্চে জানালেন অরিজিৎ

spot_img

Related articles

মোদির গুজরাটে চোরাশিকার! উদ্ধার ৩৭টি বাঘ ছাল, ১৩৩টি নখ-দাঁত

আন্তর্জাতিক বন্যপ্রাণী দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) দেশের বিভিন্ন জঙ্গলে সাফারিতে যান। বিদেশ থেকে আনা নতুন বিভিন্ন...

অব্যহতি দেয়নি কমিশন: আত্মহত্যায় ‘বাধ্য’ হলেন মুর্শিদাবাদের BLO

অতিরিক্ত কাজের চাপে তাঁর শরীর খারাপ হত। তারপরেও অব্যহতি মেলেনি নির্বাচন কমিশনের এসআইআর-এর কাজ থেকে। ক্রমশ বেড়েছে কাজের...

নাবালিকা হকি খেলোয়াড়কে ধর্ষণ কোচের, ন্যক্কারজনক ঘটনা হরিয়ানাতে

ডাবল ইঞ্জিন সরকারে রাজ্যে ফের আক্রান্ত মহিলা ক্রীড়াবিদ। হরিয়ানায়(Haryana) নাবালিকা হকি খেলোয়াড়কে(Junior hockey Player) ধর্ষণের বিস্ফোরক অভিযোগ উঠল...

মেট্রোর লাইনে আবার ‘ঝাঁপ’: রবিবাসরীয় সন্ধ্যায় ব্যাহত পরিষেবা

রবিবার সন্ধ্যায় ফের বিপর্যস্ত হল ব্লু লাইন মেট্রো পরিষেবা (Kolkata Metro)। মেট্রো কর্তৃপক্ষ সূত্রে জানানো হয়েছে, নেতাজি ভবন...