দিন দু’য়েক আগেই টুইটারের লোগো পাল্টে দিয়ে সাড়া ফেলে দিয়েছিলেন ইলন মাস্ক। এবার আবার চমক! কুকুর সরিয়ে ফিরিয়ে আনলেন টুইটারের নীল পাখিকেই।
আরও পড়ুন:শনিবার আলিপুরদুয়ারে বিশাল সমাবেশ অভিষেকের, কর্মী-সমর্থদের তুমুল উদ্দীপনা
দু’দিন আগেই মধ্যরাতে টুইটারে লোগো পরিবর্তন করে নীল পাখির জায়গায় কুকুরের মুখ এনেছিলেন টুইটার কর্তা। তবে যে সে কুকুর নয়, শিবা ইনু কুকুর। নতুন লোগোর নাম ছিল ডগিকয়েন। লোগো পরিবর্তনের কথা নিজেই জানিয়েছিলেন ইলন মাস্ক।
কিন্তু কেন এই পরিবর্তন? সেই নিয়েও আলোচনা শুরু হয়ে গেছে। সংবাদমাধ্যম সূত্রে খবর, ডগিকয়েন বিনিয়োগকারীরা মাস্কের বিরুদ্ধে ২৫৮ মার্কিন ডলারের মামলা করেছেন। যার ফলে এই সিদ্ধান্ত। আবার কেউ কেউ বলছে, এটা ছিল ইলন মাস্কের ‘এপ্রিলফুল’ বানানোর চেষ্টা! ব্যবহারকারীদের সঙ্গে প্র্যাঙ্ক করেছেন তিনি। তবে কারণ যাই হোক না কেন, নীল পাখি, ফিরে আসায় খুশি ব্যবহারকারীরা।
