Saturday, November 1, 2025

মানতে হবে স্বরাষ্ট্রমন্ত্রকের শর্ত! ১০-১১ এপ্রিল দিল্লির যন্তর-মন্তরে ধর্না কর্মসূচি সংগ্রামী যৌথ মঞ্চের

Date:

Share post:

কিছুদিন আগেই সংগ্রামী যৌথ মঞ্চের (songrami Joutho Mancha) আন্দোলনকারীদের রাজ্যের সঙ্গে বৈঠকে বসার পরামর্শ দিয়েছিল কলকাতা হাই কোর্ট (Kolkata High Court)। সংগ্রামী যৌথ মঞ্চের বক্তব্য ছিল, তাঁরা রাজ্যের সঙ্গে সমস্ত রকম আলোচনায় যেতে রাজি। কিন্তু, হাই কোর্টের আশ্বাসের পরেও নিজেদের পুরানো অবস্থানেই অনড় আন্দোলনকারীরা। কলকাতার শহিদ মিনারের (Sahid Minar) পর এবার দিল্লির যন্তর মন্তরে ধরনা দিতে চলেছেন ডিএ আন্দোলনকারীরা। আগামী, ১০ ও ১১ এপ্রিল দিল্লির যন্তর মন্তরে (Jantar Mantar) ধরনায় (Dharna) বসতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ।

ডিএ সহ একগুচ্ছ দাবিতে কলকাতার শহিদ মিনার চত্বরে ধর্নায় বসেছে সংগ্রামী যৌথ মঞ্চ। আর এবার দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন যৌথ মঞ্চের কয়েকজন আন্দোলনকারী। হাওড়া রাজধানী এবং শিয়ালদহ রাজধানীতে চড়ে দিল্লির উদ্দেশে ইতিমধ্যে রওনা দিয়েছেন আন্দোলনকারীরা। জানা গিয়েছে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের (Nirmala Shitaraman) হাতে তাঁরা স্মারকলিপি তুলে নেবেন তাঁরা। তবে শুধু দিল্লির যন্তর মন্তরই নয়, পাশাপাশি শহিদ মিনারের মঞ্চেও ধরনা কর্মসূচি চলবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, প্রাথমিকভাবে জানা গিয়েছিল, দিল্লিতে ধর্নায় বসবেন ১২০০ ডিএ আন্দোলনকারী। তবে অমিত শাহের মন্ত্রকের শর্তের কারণে সেই সংখ্যা কমিয়ে ৫০০-এ নামিয়ে আনা হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চকে। পাশাপাশি কয়েকটি শর্ত দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। মূলত কোনও কারণে যাতে ধর্না মঞ্চে বিশৃঙ্খলা না দেখা দেয়, তাই সেই সব শর্ত আরোপ করা হয়েছে।

পাশাপাশি দিল্লিতে গিয়ে শুধু কেন্দ্রীয় অর্থমন্ত্রীই নন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (President Draupadi Murmu) সঙ্গেও দেখা করার কথা রয়েছে ডিএ আন্দোলনকারীদের। সংগ্রামী যৌথ মঞ্চের তরফে জানানো হয়েছে ইতিমধ্যেই রাষ্ট্রপতির অফিস তাঁদের জন্য সময় বরাদ্দ করেছেন। অন্যদিকে, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় (Jagdeep Dhnakhar) ও সময় দিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারীদের। আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্টে (Supreme Court of India) DA মামলার শুনানি হওয়ার কথা। বিচারপতি দীনেশ মাহেশ্বরী ও সঞ্জয় কুমারের বেঞ্চে এই মামলাটি ওঠার কথা।

 

 

spot_img

Related articles

অসময়ের বৃষ্টিতে ফুঁসছে উত্তরের নদীগুলি: ধসে বড় বিপর্যয়ের আশঙ্কা

বিপর্যয় পিছু ছাড়ছে না উত্তরবঙ্গের। সদ্য দুর্যোগ কাটিয়ে ওঠা উত্তরবঙ্গে এখনও শেষ হয়নি পুণর্নির্মাণের কাজ। তারই মধ্যে ফের...

সীমান্তে কাঁটাতার থাকবে না! বিজেপি সাংসদের বার্তায় ‘দ্বিচারিতা’ তোপ তৃণমূলের

বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের জন্য গোটা দেশের জনবিন্যাসই না কি বদলে গিয়েছে। ১৫ অগাস্ট জাতির উদ্দেশ্যে ভাসনে জোর গলায়...

পাঁচবার যান: তালিকায় ন্যায্য পরিযায়ী শ্রমিকদের নাম নিশ্চিত করতে নির্দেশ অভিষেকের

বিহার নির্বাচনের আগে নির্বাচন কমিশনের সব পদক্ষেপেই স্পষ্ট হয়েছে ন্যায্য ভোটারদের বাদ দেওয়ার প্রক্রিয়া। সেই প্রক্রিয়ায় সবথেকে বেশি...

যুদ্ধবিরতি! অরূপ মধ্যস্থ, কুণালকে ফুল দিলেন দেব

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। দেব-কুণাল যুদ্ধবিরতি ঘোষণা করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। শুক্রবার টেকনিশিয়ান স্টুডিওতে...