Wednesday, November 5, 2025

বিদ্যুৎ সাশ্রয়ে ‘নজিরবিহীন’ পদক্ষেপ! সরকারি অফিসে বদলাচ্ছে কাজের সময়সীমা

Date:

Share post:

বিদ্যুতের (Electric) খরচ আকাশছোঁয়া। আর সেকারণেই এবার বড় সিদ্ধান্ত নিল পাঞ্জাব সরকার (Punjab Government)। সরকারের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ওই রাজ্যের সরকারি অফিসগুলিতে কাজের সময়সীমা বদল করা হচ্ছে। ফলে সকাল ১০ টা থেকে ৫টা অবধি অফিসের দিন শেষ। ইতিমধ্যে নতুন সময়সীমা চালুর কথা সরকারি তরফে জানানো হয়েছে। শনিবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান (Bhagwant Maan) টুইট করে এই সরকারি সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। আগামী ২ মে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে এবং আগামী ১৫ জুলাই পর্যন্ত তা চলবে বলে জানা গিয়েছে। তবে বিদ্যুৎ সাশ্রয়ের স্বার্থে ভারতে অফিসের সময়সূচি পরিবর্তন এই প্রথম।

মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, আগামী তিন মাসের জন্য অর্থাৎ গ্রীষ্মকালে সরকারি কাজকর্মের নতুন সময় সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ২টো অবধি। ওই সময়ের মধ্যেই সরকারি অফিসগুলি খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং কর্মচারীদের ওই নির্দিষ্ট সময় হাজিরা দিতে হবে। তবে শুধু সরকারি কর্মীদেরই নয়, সাধারণ মানুষদেরও সরকারি পরিষেবার পেতে গেলে নতুন সময়সূচি অনুসরণ করতে হবে। আর পাঞ্জাব সরকারের এমন সিদ্ধান্তের ফলে বিদ্যুৎ কিছুটা সাশ্রয় হবে তা হয়তো ঠিক কিন্তু নয়া সিদ্ধান্তের ফলে বেশ বিপাকেই পড়েছেন সরকারি কর্মীরা। ইতিমধ্যে সরকারি সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

বিশেষ করে গ্রীষ্মকালেই (Summer) সরকারি অফিসের সময়ে এই বদল আনা হচ্ছে। গ্রীষ্মকালে বিদ্যুতের চাহিদা বছরের অন্যান্য সময়ের চেয়ে তুলনামূলক বেশি থাকে। তবে নতুন সময়সূচির কারণে বিদ্যুৎ খরচের চাপ কিছুটা কমবে বলেই আশাবাদী সরকার। পাঞ্জাবের বিদ্যুৎ দফতর সূত্রে খবর, গ্রীষ্মকালে দুপুর দেড়টার পর থেকেই বিদ্যুৎ খরচের মাত্রা বাড়তে শুরু করে। আর সেই বিষয়টি মাথায় রেখেই যদি সরকারি অফিসগুলি দুপুর ২টোর মধ্যে বন্ধ হয়ে যায়, তাহলে আগামী দিনে বিদ্যুতের সাশ্রয় অনেকটাই কমবে এবং তুলনামূলকভাবে কমবে খরচও।

 

 

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...