রামনবমীর মিছিলকে কেন্দ্র করে রাজ্যে অশান্তির ঘটনায় রায় ঘোষণা স্থগিত রাখল কলকাতা হাই কোর্ট। বিষয়টি নিয়ে এনআইএ-কে দিয়ে তদন্তের দাবিতে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সোমবার এই মামলার শুনানিতে আদালতে এনআইএ জানিয়েছে, তারা এই ঘটনায় তদন্ত করতে প্রস্তুত। যদিও প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ বেশ কয়েকটি প্রশ্ন সামনে এনেছেন। ডিভিশন বেঞ্চের বক্তব্য, কারা অশান্তি করেছে এবং কারা উস্কানি দিয়েছে, তা জানার জন্য কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্তের প্রয়োজন।পুলিশের রিপোর্টে স্পষ্ট যে, অশান্তি হয়েছে।
রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে তার প্রশ্ন, ‘‘বছরের পর বছর একই ঘটনা ঘটার অভিযোগ উঠছে। আমরা মানুষের নিরাপত্তা নিয়ে চিন্তিত। কী ভাবে এর মোকাবিলা করা যাবে?’’
প্রধান বিচারপতির প্রশ্ন, ‘‘ওই সব এলাকায় ইন্টারনেট বন্ধ রাখার কথা বলা হয়েছে। এটা কেন করা হয়েছিল?
তিনি আরও বলেন, ‘‘ছাদ থেকে পাথর ছোড়ার অভিযোগ উঠেছে। কিন্তু ওই সময়ে এত পাথর কী ভাবে ছাদে এল? ঘটনার সময় ১০ মিনিটের মধ্যে তো এত পাথর ছাদে নিয়ে যাওয়া সম্ভব নয়। পুলিশ জানিয়েছে, অশান্তির পর ঘটনাস্থল থেকে অ্যাসিডের বোতল, কাচের বোতল, বাঁশ, ইট, পাথর পাওয়া গিয়েছে। তাদের রিপোর্ট বলছে মারাত্মক অস্ত্র ব্যবহার করা হয়েছে। কী এই মারাত্মক অস্ত্র?’’ এমন নানা প্রশ্নের উত্তর জানতে চায় আদালত।
