Sunday, December 28, 2025

পঞ্চায়েতের আগে বাঙালি ভাবাবেগ জয়-ই লক্ষ্য, নববর্ষে দক্ষিণেশ্বরে পুজো দেবেন অমিত শাহ

Date:

Share post:

ভোট আসলেই মনে পড়ে বাংলার কথা। বাংলায় যাতায়াত লেগেই থাকে দিল্লির নেতাদের। সামনেই পঞ্চায়েত নির্বাচন, তার আগে ফের দু’দিনের বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা সর্বভারতীয় বিজেপির সেকেন্ড-ইন কম্যান্ড অমিত শাহ। বিজেপি সূত্রে খবর, ঝটিকা সফরে একাধিক কর্মসূচি রয়েছে শাহের।

এখনও পর্যন্ত যা ঠিক আগামী শুক্রবার, বাংলা বছরের শেষ দিনে কলকাতায় পা রাখবেন অমিত শাহ। ওইদিনই অনুব্রতহীন বীরভূমে একটি জনসভাও করতে পারেন তিনি।
রাতে থাকবেন কলকাতায়। সেখানে রাজ্য বিজেপির কোর কমিটির সঙ্গে একটি বৈঠক করবেন তিনি। ওই বৈঠকে বিজেপির শীর্ষস্থানীয় নেতাদের উপস্থিত থাকতে বলা হয়েছে। পরের দিন সকালেই দক্ষিণেশ্বরের মন্দিরে গিয়ে পুজো দেওয়ার কথা রয়েছে শাহের। পুজো দিয়েই অবশ্য ফিরে যাবেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর এই দু’দিনের সফরকে ঘিরে বাংলা বিজেপিতে তাই সাজ সাজ রব।

পঞ্চায়েত নির্বাচনের আবহে শাহের এই দু’দিনের ঝটিকা সফরকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। রাজ্যে পঞ্চায়েত ভোট নিয়ে বিজেপির মধ্যে এখনও তেমন হেলদোল দেখা যায়নি। শাহের সফর ও নেতৃত্বের সঙ্গে বৈঠকের মাধ্যমে গেরুয়া শিবিরে পঞ্চায়েতের প্রস্তুতিই শুরু করে দিতে পারে।

প্রসঙ্গত, গত নববর্ষে বাঙালির ভাবাবেগ জয়ের লক্ষ্যে বাংলাতেই রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এবার পঞ্চায়েত ভোটের প্রাক্কাকে ঠিক নববর্ষের সময় রাজ্যে এসে ফের বাঙালির ভাবাবেগ জয় করতে চাইছেন অমিত শাহ।

আরও পড়ুন:ফের সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি! পরবর্তী শুনানি কবে?


 

 

spot_img

Related articles

আজ SIR দ্বিতীয় পর্ব নিয়ে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক অভিষেকের 

নির্বাচন কমিশনের অপরিকল্পিত স্পেশাল ইনটেনসিভ রিভিশনের (SIR) দ্বিতীয় পর্ব নিয়ে রবিবার এক লক্ষের বেশি তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীদের সঙ্গে...

সোমে দুর্গা অঙ্গনের শিলান্যাস অনুষ্ঠান, জোরকদমে ভিতপুজোর প্রস্তুতি 

দুর্গাপুজো (Durga Puja) বাংলা বাঙালির ঐতিহ্য আর সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই উৎসব ইউনেস্কোর ‘ওয়ার্ল্ড ইনট্যানজিবেল হেরিটেজ’ তকমা...

এসআইআর শুনানিতে সাংসদের পরিবারকে তলব! নির্বাচন কমিশন–বিজেপির বিরুদ্ধে তোপ কাকলির

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া ঘিরে রাজনৈতিক উত্তেজনা! খসড়া ভোটার তালিকায় নাম না থাকায় লোকসভায় তৃণমূল...

এসআইআর শুনানি শুরু হতেই সিইও দফতরে কড়া নিরাপত্তা, মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার শুনানি পর্বের প্রথম দিনেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে কেন্দ্রীয় বাহিনী...