Monday, November 10, 2025

রিয়াল মাদ্রিদকে হারানো ছাড়া অন্য কোনও উপায় নেই ল্যাম্পার্ডের কাছে!

Date:

Share post:

এখনও এক সপ্তাহও হয়নি চেলসির দায়িত্ব নিয়ে ফিরে এসেছেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। আর ফিরে এসেই আজ বুধবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে নামবে চেলসি। বর্তমানে রিয়াল যে তাঁর দলের থেকে ধারে ও ভারে অনেকটাই এগিয়ে রয়েছে সে কথাও মেনে নিয়েছেন চেলসি কোচ। তবুও তাঁর যুক্তি এই আন্ডারডগ ভাবাটাই চেলসির কাছে আশীর্বাদ হতে পারে।

করিম বেঞ্জামাদের মুখোমুখি হওয়ার কিছুদিন আগে প্রিমিয়ার লিগের ম্যাচে চেলসিকে হারতে হয়েছে উলভসের কাছে। তেমনি রিয়াল মাদ্রিদও লা লিগার ম্যাচে হার স্বীকার করেছে ভিয়ারিয়াল-এর কাছে। এই ঘটনা অতীত হলেও চেলসির অভ্যন্তরীণ অবস্থা এখন টালমাটাল। সেই পরিস্থিতিতে ব্রিটিশ ক্লাবটির এখন মূল লক্ষ্য হচ্ছে আগামী মরশুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনাটাকে বাঁচিয়ে রাখা। আর সেই কারণে, বুধবারের ম্যাচে রিয়াল মাদ্রিদকে হারানো ছাড়া অন্য কোনও উপায় নেই।

তবে ল্যাম্পার্ডের স্টার্মফোর্ড ব্রিজে ফিরে আসাটা একেবারেই সুখকর হয়নি। দায়িত্ব নিয়েই তাঁকে হারের মুখ দেখতে হয়েছে উলভসের কাছে। যা নিয়ে মুখে কিছু না বললেও কিছুটা বিব্রত চেলসির বেশ কিছু কর্মকর্তা থেকে শুরু করে ফুটবলার পর্যন্ত। অনেকে আবার ভিন্ন মতও পোষণ করেছেন। তাঁদের মতে, গ্রাহাম পর্টারকে বিদায়ের পর চেলসির কাছে ভালো কোনও কোচের সন্ধান ছিল না। তাই অগত্যা বাধ্য হয়েই ল্যাম্পার্ডকে ফিরিয়ে আনতে হয়েছে।

ল্যাম্পার্ডের মতে, প্রিমিয়ার লিগ কঠিন চ্যালেঞ্জ এ কথা অস্বীকার করার কোনও উপায় নেই। তবুও বলছি ওই টুর্নামেন্টে এখন আমরা যে জায়গায় রয়েছি সেটা আমাদের পক্ষে একেবারেই বেমানান।চেলসির কোচ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, বুধবার ম্যাচে চেলসি নয়, রিয়াল মাদ্রিদই ফেবারিট।

 

 

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...