Sunday, December 28, 2025

“কত বড় বাপের বেটা, সাইজ করে দেবো”, অধ্যাপক সুকান্তর মুখের ভাষা লজ্জায় ফেলবে

Date:

Share post:

দিলীপ ঘোষ, সৌমিত্র খাঁয়ের পর সুকান্ত মজুমদার। বিজেপি রাজ্য সভাপতির মুখের ভাষা রাস্তার বখাটে ছেলেদেরও লজ্জায় ফেলে দেবে। অধ্যাপক সুকান্ত মজুমদারের নিশনাতেও সেই পুলিশকর্তারা। পঞ্চায়েত ভোটের আগে বীরভূমের গিয়ে শুধু তৃণমূল নেতাদের নয়, লাভপুর থানার আইসি ও বীরভূমের এসপিকে চরম হুঁশিয়ারি দিলেন সুকান্ত মজুমদার। কিন্তু যে ভাষায় হুঁশিয়ারি দিলেন, তা সভ্য সমাজকে লজ্জায় ফেলবে। পঞ্চায়েতের আগে এমন হুমকি অশান্তি তৈরি করতে পারে।

আসন্ন পঞ্চায়েত ভোটে অনুব্রতহীন বীরভূমকে এবার পাখির চোখ করেছে বিজেপি। শুক্রবার রাজ্য সফরে এসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ খোদ বীরভূমের মাটিতে দাঁড়িয়ে সভা করবেন। তার আগে জেলায় গিয়ে বাজার গরম করে দিলেন সুকান্ত। লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, লাভপুর থানার আইসি, বীরভূম জেলার এসপি, বীরভূম জেলার কোর কমিটির সদস্য কাজল শেখ এবং বীরভূম জেলার পূর্ত কর্মাধ্যক্ষ আবদুল কেরিম খানকে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন সুকান্ত মজুমদার।

সভামঞ্চ থেকে সুকান্ত মজুমদার সুর চড়িয়ে বলেন, “লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা তাঁর মেয়েকে নেপালে পড়াচ্ছেন। এত টাকা পাচ্ছেন কোথা থেকে?” বীরভূম জেলার পূর্ত কর্মাধ্যক্ষ ও বীরভূম জেলার কোর কমিটির সদস্য আবদুল কেরিম খানকে হুঁশিয়ারি দেন, “রামনবমীতে কীর্ণাহারে কিছুজন মানুষ এসেছিল। তাঁদেরকে পার্টি অফিসে ডেকে হুমকি দেন। কাজল শেখ তুমি কত বড় বাপের বেটা হয়েছ? তোমাদের মত নেতাদেরকে কীভাবে সাইজ করতে হয়, আমার জানা আছে। কান ধরে বেঞ্চের উপরে দাঁড় করিয়ে রাখব। মঙ্গলকোটের বিধায়ককে উদ্দেশ্য করে বলেন, ”বোলপুর লোকসভার মধ্যে মঙ্গলকোট বিধানসভার বিধায়ক অপূর্ব চৌধুরী। তিনি আবার বড় বীর! অনুব্রত মণ্ডলকে মুখ্যমন্ত্রী বলেছিল বীরের মতো সম্মান দিতে হবে। এ আরেক বীর পঞ্চায়েতে ঘোষণা করে বলেছে, বিজেপিকে নাকি লড়াই করতে দেবে না! বিজেপিকে নাকি নমিনেশন ফাইল করতে দেবে না! কত বড় মস্তান আপনি? এত বড় দম আছে তো? বিজেপি গণতন্ত্রের বিশ্বাস করে। যদি ইট মারেন পাথর কিন্তু খেতে হবে।”

 

 

spot_img

Related articles

উইক এন্ডে রোজগার দ্বিগুণ, অন্ধ্রপ্রদেশে কুমোররাও খুঁজে পেয়েছেন নতুন পথ

এ যেন কাঁটা দিয়ে কাঁটা তোলা। যে তথ্য প্রযুক্তি একসময় গ্রামের যুবকদের গ্রাম ছাড়া করেছিল, ভুলিয়ে দিয়েছিল পূর্বপুরুষের...

খালেদার শারীরিক অবস্থার আরও অবনতি, অতি সংকটজনক পরিস্থিতি বলছেন চিকিৎসকরা

অতি সংকটজনক বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া Former Prime Minister of Bangladesh and BNP Chairperson...

আজ SIR দ্বিতীয় পর্ব নিয়ে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক অভিষেকের 

নির্বাচন কমিশনের অপরিকল্পিত স্পেশাল ইনটেনসিভ রিভিশনের (SIR) দ্বিতীয় পর্ব নিয়ে রবিবার এক লক্ষের বেশি তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীদের সঙ্গে...

সোমে দুর্গা অঙ্গনের শিলান্যাস অনুষ্ঠান, জোরকদমে ভিতপুজোর প্রস্তুতি 

দুর্গাপুজো (Durga Puja) বাংলা বাঙালির ঐতিহ্য আর সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই উৎসব ইউনেস্কোর ‘ওয়ার্ল্ড ইনট্যানজিবেল হেরিটেজ’ তকমা...