Monday, December 22, 2025

আজ ঘরের মাঠে নামছে কলকাতা, প্রতিপক্ষ হায়দরাবাদ, জয়ের হ‍্যাটট্রিক লক্ষ‍্য নাইটদের

Date:

Share post:

আজ আইপিএল-এর পরবর্তী ম‍্যাচে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। শেষ ম‍্যাচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে দুরন্ত জয় পায় নীতীশ রানার দল। শুক্রবার সেই ধারা বজায় রাখতে মরিয়া নাইট ব্রিগেড।

তিন ম্যাচে দুটি হার। একটি জয়। হায়দরাবাদের কাছে কেকেআর ম্যাচ তাই খুব গুরুত্বপূর্ণ। অন্তত দৌড়ে টিকে থাকার জন্য। শুরুটা খারাপ হলেও ধীরে ধীরে ম‍্যাচে ফিরছে হায়দরাবাদ। বিদেশিরা যোগ দেওয়ায় শক্তিশালী হয়েছে দল। সেই সঙ্গে ভুবনেশ্বর কুমারের মতো অভিজ্ঞ এবং উমরান মালিকের এক্সপ্রেস গতি হায়দরাবাদের বড় ভরসা। পেসারদের দিয়ে নাইটদের কাবু করার পরিকল্পনা করবে বলেই মনে করছে ক্রিকেট মহল।

অপরদিকে জয়ের হ‍্যাটট্রিকের লক্ষ‍্যে নামছে কেকেআর। শেষ ম‍্যাচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে দুরন্ত ইনিংস খেলে দলকে জয় এনে দেন রিঙ্কু সিং। এই ম‍্যাচেও নিজেদের সেরা পারফরম্যান্স দিতে মরিয়া কলকাতা। দলের সঙ্গে যোগ দিয়েছে লিটন দাস। তবে তাকে এই ম‍্যাচে খেলানো হবে কিনা সেই নিয়ে এখনও সংকেত দেননি নাইট কোচ চন্দ্রকান্ত পণ্ডিত।

এদিকে হায়দরাবাদ শিবিরে রিঙ্কু আতঙ্ক। তবে রিঙ্কু নয়, শার্দুল ঠাকুরের ইনিংসও ভাবাচ্ছে সানরাইজার্স অধিনায়ক মার্করামকে। হায়দরাবাদ অধিনায়ক বলেন,”যে কোনওদিন এরা আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ হতে পারে। রিঙ্কু অসাধারণ। তবে আমাদের অনেক পরিকল্পনা আছে। আমাদের দলে ভাল ডেথ বোলার আছে। আশা করি এই ম্যাচে সব পরিকল্পনা কাজে লাগাতে পারব।” আইপিএল ক্রিকেটের ধারণাই কিছুটা বদলে দিয়েছেন উত্তরপ্রদেশের ব্যাটার। এর আগে শেষ ওভারে ৩৩ রান করেও জিতেছে কোনও দল। কিন্তু রিঙ্কুর ব্যাটে অমন পাঁচ ছক্কা দেখার পর বোলাররা কিঞ্চিৎ নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেছেন।

সানরাইজার্সের চাপ অবশ্য তিন কেকেআর স্পিনারকে নিয়েও। নারিন-বরুণের সঙ্গে এখন যুক্ত হয়েছেন সুয়াস শর্মা। মার্করাম বলেনন, এই তিন স্পিনার যে এই ম্যাচে গুরুত্বপূর্ণ ভুমিকা নিতে পারে সেটা জানেন। সুতরাং এঁদের প্রত্যেকের জন্য আলাদা পরিকল্পনা থাকবে।

আরও পড়ুন:আজ সুপার কাপের দ্বিতীয় ম‍্যাচে নামছে মোহনবাগান, প্রতিপক্ষ জামশেদপুর

 

 

spot_img

Related articles

হুলিগানদের যোদ্ধা তকমা ইউনূসের! ভারতের উপর হামলার নিন্দায় হাসিনা

দেশে যে শক্তি একসময় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছিল, তারাই এখন ভারতীয় দূতাবাসে (Deputy High...

আজ নেতাজি ইন্ডোরে দলনেত্রী মমতা: বৈঠক বিএলএদের সঙ্গে

প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা। প্রায় দু লক্ষ মানুষকে বিভিন্ন অসংগতির কারণে তথ্য যাচাই-এর শুনানিতে ডাকার সম্ভাবনা নির্বাচন...

নির্বাচনী বন্ড বন্ধের পরও অনুদান বিতর্ক, সরকারি তথ্যে বিজেপির দখলে ৮২ শতাংশ 

সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচনী বন্ড ব্যবস্থা বন্ধ হওয়ার পরও রাজনৈতিক অনুদান ঘিরে নতুন করে বিতর্ক দানা বাঁধল। সরকারি...

বিহার থেকে বিজেপি নেতাকে পাঠানো বাইক ঘিরে উত্তেজনা! প্রতিবাদে সরব তৃণমূল

বিধানসভা নির্বাচনের আগে বর্ধমান শহরে রাজনৈতিক উত্তেজনা বাড়িয়েছে বিহার থেকে ট্রেনে করে পাঠানো ৫৫টি মোটরসাইকেল। শনিবার বর্ধমান স্টেশনে...