Thursday, November 13, 2025

বাংলায় এসেই ফের ‘সাম্প্র.দায়িক তাস’ শাহর, পাল্টা কটাক্ষ তৃণমূলের

Date:

Share post:

নববর্ষের প্রাক্কালে বাংলার রাজনৈতিক আবহ আরও তপ্ত করতে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নজরে পঞ্চায়েত ভোট।অনুব্রতহীন বীরভূমের সিউড়িতে সভা করলেন তিনি।

মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মমতা দিদি আপনি স্বপ্ন দেখুন। আমি বলে যাচ্ছি, এরপর বিজেপির নেতাই মুখ্যমন্ত্রী হবেন। তিনি দাবি করেন, বাংলায় ৫২ লক্ষ পরিবার উজ্জ্বলা যোজনার গ্যাস পেয়েছে।
তার অভিযোগ, রাজ্য সরকার চায় না বাংলায় আয়ুষ্মান ভারত চালু হোক। আপনারা বাংলায় বিজেপির সরকার আনুন।
নিয়োগ দুর্নীতি নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সম্পর্কে অমিত শাহর সাফাই, চাকরি দেওয়ার নামে দুর্নীতি হয়েছে। যার বাড়িতে কোটি কোটি নগদ টাকা মিলেছে, তাকে জেলে ভরলে বলা হচ্ছে কেন্দ্র অত্যাচার করছে। দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলবে।
শিবপুর, রিষড়ায় রামনবমীর মিছিলে অশান্তি নিয়ে অদ্ভুত সাফাই অমিত শাহের গলায়। তিনি বলেন, বাংলায় বিজেপিকে ক্ষমতায় আনুন, শান্তিপূর্ণভাবে বেরবে রামনবমীর মিছিল! বাংলায় বিজেপিকে ৩৫-এর বেশি আসন দিন ২০২৪-এ। মোদিকে আবারও প্রধানমন্ত্রী করুন।
তিনি বলেন, দেশে প্রথম আদিবাসী মহিলাকে রাষ্ট্রপতি করেছেন নরেন্দ্র মোদি। বগটুইতে যাঁদের মৃত্যু হয়েছিল, তাঁদের শ্রদ্ধা জানান তিনি।
গত বিধানসভা নির্বাচনের সময়ে শাহ গুজরাত এবং দিল্লির পর ‘তৃতীয় ঘর’ বানিয়ে ফেলেছিলেন বাংলাকে। শাসক তৃণমূল কটাক্ষ করে তাঁকে ‘ডেলি প্যাসেঞ্জার’-ও বলেছিল। তখন শাহের লক্ষ্য ছিল নবান্ন দখল। কিন্তু সেই আশা পূর্ণ না হওয়ার পর এক বছর বাংলায় পা রাখেননি তিনি। ২০২১ সালের বিধানসভা ভোটের পর প্রথম তিনি আসেন ২০২২ সালের মে মাসে। ৫ মে শিলিগুড়িতে সভা করে মূলত এক বছর বাংলায় না আসার কারণই শুনিয়েছিলেন। সেই বক্তৃতা নিয়ে বেশ হতাশই হয়েছিল রাজ্য বিজেপি। এর পরে ১৬ ডিসেম্বর কলকাতায় আসেন শাহ। বিজেপি রাজ্য দফতরে কিছু সময় কাটিয়ে পরের দিন নবান্নে পূর্বাঞ্চল পরিষদের বৈঠকে যোগ দেন। সেই হিসাবে ১১ মাস পরে রাজ্যে অমিতের কোনও রাজনৈতিক সভা। ফলে তাঁর এই সফর ঘিরে রাজ্য বিজেপি আদৌ চাঙ্গা হবে কিনা তার সময়ই বলবে।
অমিত শাহের এই সভা প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের কটাক্ষ, যারা আজকে সভায় এসেছিলেন তাদের পাশের রাজ্য বিহার থেকে আনা হয়েছিল। বীরভূমের মানুষ সেখানে কজন ?
রামনবমীতে অস্ত্র হাতে মিছিল করার জন্য বিহারের মুঙ্গের থেকে যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সে বিজেপি ঘনিষ্ঠ, তার প্রমাণ মিলেছে। উনি আবার অশান্তি নিয়ে কী বলছেন?”

 

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...