Sunday, August 24, 2025

নাগরদোলায় চুল আটকে সাং.ঘাতিক কাণ্ড বাঁকুড়ায়!

Date:

Share post:

গাজনের মেলায় আনন্দ করতে গিয়ে মারাত্মক পরিণতি কুড়ি বছরের প্রিয়াঙ্কা বাউড়ির (Priyanka Bauri)। খোলা চুলেই ইলেকট্রিক নাগরদোলায় উঠে পড়েন প্রিয়াঙ্কা। বৈদ্যুতিন নাগরদোলা (Electric Wheel) ঘুরতে শুরু করতেই স্ক্রুতে জড়িয়ে গেল প্রিয়াঙ্কার চুল, এরপর যা হল তা দেখে বাকরুদ্ধ মেলার দর্শকরা। বাঁকুড়া সদর থানা এলাকার এক্তেশ্বর (Ekteswar) এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

বাঁকুড়ার ২ নম্বর ব্লকের ভাদুল গ্রামের বাসিন্দা প্রিয়াঙ্কা বাউড়ি ছোট থেকে নাগরদোলায় চড়তে ভালবাসতেন। কিন্তু একটু অসাবধানতার জন্য যে মর্মান্তিক পরিণতি নেমে এল তাঁর জীবনে, সেটা বোধহয় দুঃস্বপ্নেও ভাবতে পারেনি তাঁর পরিবার।শুক্রবার সকালে এলাকারই বেশ কয়েকজনের সঙ্গে মেলায় গিয়েছিলেন প্রিয়াঙ্কা। নাগরদোলা দেখে নিজেকে সামলে রাখতে পারেননি। কোল্ডস্টোরেজের শ্রমিক স্বপন বাউড়ি এবং মা বেলা বাউড়ির একমাত্র সন্তান প্রিয়াঙ্কা। মেলায় গিয়ে উঠে পড়েন নাগরদোলায়, যদিও সেই সময় প্রিয়াঙ্কার চুল যে খোলা ছিল সেই দিকে গুরুত্ব দেননি বছর কুড়ির মেয়েটা। বৈদ্যুতিন নাগরদোলা উপরে ওঠামাত্রই হাওয়ায় স্ক্রুর সঙ্গে চুল জড়িয়ে যায়। ততক্ষণে যন্ত্রণায় চিৎকার করতে শুরু করেছেন তিনি। তড়িঘড়ি নাগরদোলার গতি কমিয়ে সেটা বন্ধ করা হয়। তা সত্ত্বেও শেষরক্ষা হয়নি। প্রত্যক্ষদর্শীরা বলছেন, নাগরদোলায় চুল জড়িয়ে যাওয়ার ফলে মাথার খুলি উপড়ে যায় প্রিয়াঙ্কার। প্রথমে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা অবিলম্বে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করার কথা বলেন। শহরে যাওয়ার পথেই মেয়েটির মৃত্যু হয়। এলাকায় শোকের ছায়া।

 

spot_img

Related articles

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...