Saturday, November 8, 2025

নাগরদোলায় চুল আটকে সাং.ঘাতিক কাণ্ড বাঁকুড়ায়!

Date:

Share post:

গাজনের মেলায় আনন্দ করতে গিয়ে মারাত্মক পরিণতি কুড়ি বছরের প্রিয়াঙ্কা বাউড়ির (Priyanka Bauri)। খোলা চুলেই ইলেকট্রিক নাগরদোলায় উঠে পড়েন প্রিয়াঙ্কা। বৈদ্যুতিন নাগরদোলা (Electric Wheel) ঘুরতে শুরু করতেই স্ক্রুতে জড়িয়ে গেল প্রিয়াঙ্কার চুল, এরপর যা হল তা দেখে বাকরুদ্ধ মেলার দর্শকরা। বাঁকুড়া সদর থানা এলাকার এক্তেশ্বর (Ekteswar) এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

বাঁকুড়ার ২ নম্বর ব্লকের ভাদুল গ্রামের বাসিন্দা প্রিয়াঙ্কা বাউড়ি ছোট থেকে নাগরদোলায় চড়তে ভালবাসতেন। কিন্তু একটু অসাবধানতার জন্য যে মর্মান্তিক পরিণতি নেমে এল তাঁর জীবনে, সেটা বোধহয় দুঃস্বপ্নেও ভাবতে পারেনি তাঁর পরিবার।শুক্রবার সকালে এলাকারই বেশ কয়েকজনের সঙ্গে মেলায় গিয়েছিলেন প্রিয়াঙ্কা। নাগরদোলা দেখে নিজেকে সামলে রাখতে পারেননি। কোল্ডস্টোরেজের শ্রমিক স্বপন বাউড়ি এবং মা বেলা বাউড়ির একমাত্র সন্তান প্রিয়াঙ্কা। মেলায় গিয়ে উঠে পড়েন নাগরদোলায়, যদিও সেই সময় প্রিয়াঙ্কার চুল যে খোলা ছিল সেই দিকে গুরুত্ব দেননি বছর কুড়ির মেয়েটা। বৈদ্যুতিন নাগরদোলা উপরে ওঠামাত্রই হাওয়ায় স্ক্রুর সঙ্গে চুল জড়িয়ে যায়। ততক্ষণে যন্ত্রণায় চিৎকার করতে শুরু করেছেন তিনি। তড়িঘড়ি নাগরদোলার গতি কমিয়ে সেটা বন্ধ করা হয়। তা সত্ত্বেও শেষরক্ষা হয়নি। প্রত্যক্ষদর্শীরা বলছেন, নাগরদোলায় চুল জড়িয়ে যাওয়ার ফলে মাথার খুলি উপড়ে যায় প্রিয়াঙ্কার। প্রথমে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা অবিলম্বে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করার কথা বলেন। শহরে যাওয়ার পথেই মেয়েটির মৃত্যু হয়। এলাকায় শোকের ছায়া।

 

spot_img

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...