চলতি আইপিএল-এ এখনও জয়ের মুখ দেখেনি। চারটির মধ্যে চারটিতেই হার দিল্লি ক্যাপিটালসের। আর এই সময় দলকে চাঙ্গা করতে দলের পাশে ঋষভ পন্থ। এর আগে চলতি আইপিএল-এ প্রথম ঘরের মাঠে দলকে সমর্থন করতে ম্যাচে এসেছিলেন দিল্লি অধিনায়ক। আর এবার দলের মানসিক দিক চাঙ্গা করতে অনুশীলন হাজির পন্থ। সেই ছবি পোস্ট করে দিল্লি। ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কারনে গুরুতর আহত হন পন্থ। হয়েছে অস্ত্রোপচারও। এখন কিছুটা সুস্থ তিনি। চলছে রিহ্যাবও। এখনও ঠিক ভাবে হাঁটাচলা করতে পারেন না পন্থ। আগের ম্যাচে তাঁকে ক্রাচ নিয়ে হাঁটতে দেখা গিয়েছে। আর এদিনও তিনি হাজির হয়েছিলেন ক্রাচ নিয়ে।

জানা যাচ্ছে, দলকে মানসিক দিক থেকে চাঙ্গা করতে দিল্লি অনুশীলনে আসেন পন্থ। বাউন্ডারির বাইরে দাঁড়িয়ে তিনি কথা বলেন অক্ষর প্যাটেলের সঙ্গে। দলের বাকি ক্রিকেটারদের সঙ্গে তাঁকে আড্ডা মারতে দেখা গিয়েছে তাঁকে।

এদিন দলের অনুশীলনে পন্থ বলেন,” এখন কিছুটা ভালো আছি। আস্তে আস্তে রিকোভারির দিকে এগাচ্ছি। দলের দিকে মন পরে রয়েছে, তাই অনুশীলনে চলে এসেছি। আশা করছি খুব তাড়াতাড়ি জয়ে ফিরবে দল।”

View this post on Instagram
এদিকে পরপর চার ম্যাচ হেরে দলের ক্রিকেট ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “হার সব সময় আঘাত দেয়। ২০১৯ সাল থেকে দিল্লি যে ভাবে খেলেছে তাতে এই হার আরও ধাক্কা দিচ্ছে। কিন্তু খেলায় এই সব ঘটতেই পারে। আমাদের দলে অনেক তরুণ ক্রিকেটার রয়েছে। সেই কারণে একটি ভাল দল তৈরি হতে একটু সময় লাগছে। আমরা আশাবাদী যে বেঙ্গালুরুর উইকেটে ছন্দ ফিরে পাবে দলের ক্রিকেটাররা। প্রত্যাবর্তনের পথ নিজেদেরই খুঁজে বার করতে হবে। আত্মবিশ্বাস নিয়ে খেললে সব সম্ভব। ”

আরও পড়ুন:ম্যাচ জিতেও স্বস্তিতে নেই হার্দিক, হল জরিমানা