পয়লা বৈশাখ (Poila Baisakh), দিনটা বিশ্বজুড়ে বাঙালিদের কাছে এক আবেগের দিন। নতুন বছরে জামা কাপড় পড়ে ঘুরতে বেরোনো, দোকানিদের থেকে মিষ্টি ও ক্যালেন্ডার পাওয়ার আনন্দ এবং সবশেষে পাত পেড়ে চলে বাঙালি ভোজ এবং নিখাদ আড্ডা। নতুন বর্ষ বরণের আনন্দ চেটেপুটে উপভোগ করেন সবাই।

শনিবার ১৫ মার্চ বাংলা তথা গোটা দেশজুড়ে পালিত হচ্ছে পয়লা বৈশাখ। এই দিনের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও ইতিহাস। এই দিন গণেশ এবং লক্ষ্মীর আরাধনায় নতুন হালখাতা ধরেন ছোট থেকে বড় ব্যবসায়ীরা। ফুল, আলপনা দিয়ে সাজিয়ে তোলা হয় দোকান। তবে নববর্ষের দিন সকালে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

শনিবার সকালে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তায় রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান অভিষেক। তিনি লেখেন, সকল রাজ্যবাসীকে বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ১৪৩০ বঙ্গাব্দের শুভ সূচনায় আপনাদের সকলের জীবন হয়ে উঠুক কলুষমুক্ত। নতুন বছরের শুভ আগমনে, পবিত্র হয়ে উঠুক সকলের জীবন। আসুন আমরা সকলে, আজকের দিনে সমস্ত ভেদাভেদ, সবরকম সংকীর্ণতার অচলায়তন ভেঙে, সকল কূপমণ্ডূকতা ত্যাগ করে, শপথ নিই কোনোরকম বিভেদকামী-স্বৈরাচারী শক্তি যেন আমাদের শান্তি-সম্প্রীতি-সৌহার্দ ক্ষুণ্ণ না করতে পারে। আমরা গর্বিত আমরা বাঙালি, আমরা গর্বিত আমরা সকল জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা এক ও অভিন্ন। সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন! জয় বাংলা।

Shubho Nobo Borsho to everyone!
May this auspicious occasion bring us the strength to overcome divisive forces and build a society rooted in peace, tolerance & inclusivity.
May the spirit of Poila Boishakh inspire us to rise above differences & come together in solidarity.
— Abhishek Banerjee (@abhishekaitc) April 14, 2023