Monday, January 12, 2026

‘এটা পাঞ্জাব, ভারত নয়’! স্বর্ণ মন্দিরে ঢুকতে গিয়ে প্রবল বাধার মুখে তরুণী

Date:

Share post:

গালে জাতীয় পতাকার (National Flag) ছাপ। আর সেই ছাপ নিয়েই অমৃতসরের (Amritsar) স্বর্ণ মন্দিরে (Golden Temple) প্রবেশের চেষ্টা এক তরুণীর। আর যে কারণে শিখদের (Sikh) এই পবিত্র ধর্মস্থানে তরুণীকে মন্দিরে ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠল। ইতিমধ্যে, সোশ্যাল মিডিয়ায় (Social Media) সেই ভিডিও ভাইরাল হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে গালে তেরঙ্গা ছাপ থাকায় তরুণীকে মন্দিরে ঢুকতে দিতে বাধা স্বর্ণ মন্দির কর্তৃপক্ষের। তবে ভিডিওটির সত্যতা যাচাই করেনি এখন বিশ্ব বাংলা সংবাদ।

জানা গিয়েছে, সোমবারই হলুদ কাপড়ে মাথা ঢেকে স্বর্ণ মন্দিরে ঢুকতে যান ওই তরুণী। কিন্তু তাঁর গালে জাতীয় পতাকার আদলে তেরঙ্গা ছাপ থাকায় তাঁকে গুরুদ্বারে ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। তবে শুধু তাঁকে স্বর্ণ মন্দিরে ঢুকতে দেওয়াই নয়, এদিন তাঁর সঙ্গে মন্দির কর্তৃপক্ষ চরম  দুর্ব্যবহার করেন বলেও অভিযোগ। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, স্বর্ণ মন্দিরের এক কর্মীর সঙ্গে ওই তরুণী প্রবল তর্কাতর্কিতে জড়িয়ে পড়েছেন। এরপরই মন্দিরের ওই কর্মী তরুণীকে হুমকি দিয়ে বলেন, ‘এটা ভারত (India) নয়, পাঞ্জাব (Punjab)’। আর এমন মন্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় চরম সমালোচনা শুরু হয়। তবে চাপে পড়ে স্বর্ণ মন্দির কর্তৃপক্ষের দাবি, ওই তরুণীর গালে আঁকা ছাপটি আর যাই হোক, জাতীয় পতাকার ছিল না। পাশাপাশি, তরুণীর সঙ্গে দুর্ব্যবহার ইস্যুতে ক্ষমাও চেয়ে নিয়েছিলেন তাঁরা।

অমৃতসরের স্বর্ণ মন্দিরের প্রবন্ধক কমিটির সাধারণ সম্পাদক গুরচরণ সিং গ্রেওয়ালের দাবি, এটা পবিত্র শিখ গুরুদ্বার। প্রতিটি ধর্মস্থানেরই আলাদা আলাদা কিছু নিয়ম থাকে। কিন্তু এখানে সবাইকেই স্বাগত জানানো হয়। তবে ওই মহিলার গালে মোটেই জাতীয় পতাকা আঁকা ছিল না। কারণ সেখানে অশোক চক্র ছিল না। তবে স্থানীয় প্রশাসনের অনুমান, এই তরুণী ‘বিটিং দ্য রিট্রিট’-এর (Beating The Retreat) অনুষ্ঠান দেখতে যাচ্ছিলেন। তার আগে স্বর্ণ মন্দিরে যান তিনি। যদিও এই নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত জানায়নি প্রশাসন।

 

 

spot_img

Related articles

আইন রক্ষায় নিহত বাবা, তাঁরই ছেলে প্রতারণায় জেলে!

দু’দশক আগে এক বর্ষবরণের রাতে তিলোত্তমার বিবেক জাগিয়ে দিয়েছিলেন তিনি। এক অপরিচিতা তরুণীর সম্মান বাঁচাতে মদ্যপ সহকর্মীদের সামনে...

IND vs NZ: নতুন বছরে বিরাটের ব্যাটিং বিক্রম, জয়ের মধ্যেও থাকল উদ্বেগের ছায়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত। ২০২৫ সালেযেখানে শেষ করেছিলেন ২০২৬ সাল সেখান থেকেই শুরু...

সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক

বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল...

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...