Monday, November 10, 2025

ইদে নিরাপত্তায় চাদরে মুড়ছে শহর কলকাতা, মোতায়েন সাড়ে ৩ হাজার পুলিশ

Date:

Share post:

আগামী শনিবার গোটা বিশ্বজুড়ে পালিত হবে খুশির ইদ। শহর কলকাতাতেও সাড়ম্বরে পালিত হবে এই উৎসব। আর ইদে কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং আইন-শৃঙ্খলা বজায় রাখতে সতর্ক পুলিশ প্রশাসন। শহরের রাস্তায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করল লালবাজার।

আরও পড়ুন:আদালতের দ্বারস্থ অমিতাভ নাতনি আরাধ্যা!কী অভিযোগ তাঁর?

সূত্রের খবর, শহরে ৬৭৮টি জায়গায় নামাজের অনুষ্ঠান হবে। সেকারণে ওইদিন সাড়ে তিন হাজার পুলিশকর্মী মোতায়েন করছে লালবাজার। সারাদিন আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা পর্যবেক্ষণ করবেন উচ্চপদস্থ অফিসাররা। এছাড়াও থাকছে ৫৮টি মোবাইল পেট্রলিং টিম, ৩৬ বাইক পেট্রলিং টিম। তারা শহরজুড়ে টহলদারি চালাবে। ১৮টি এইচআরএফএস মোতায়েন থাকবে বিভিন্ন জায়গায়। পাশাপাশি, নিরাপত্তার কারণে কলকাতার বিভিন্ন এলাকা মিলিয়ে মোট ৩৪৬টি পুলিশ পিকেট করা হচ্ছে। একইসঙ্গে সোশ্যাল মিডিয়াতেও নজরদারি চালাবে কলকাতা পুলিশ।

সম্প্রতি একটি ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল রাজ্যের বিভিন্ন এলাকা। সেই বিষয়টিকে মাথায় রেখেই ইদের দিন শহরে বাড়তি নিরাপত্তা ও নজরদারি চালাবে লালবাজার। সমস্ত থানাকে নিজেদের এলাকায় কড়া নজরদারি চালাতে বলা হয়েছে। কোনও অপ্রীতিকর পরিস্থিতি যেন তৈরি না হয়, সেদিকে নজর দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন পদস্থ কর্তারা। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) সন্তোষ পান্ডে বলেন, ইদকে কেন্দ্র করে বিশেষ পুলিশি ব্যবস্থা করা হয়েছে। বিশেষত, সোশ্যাল মিডিয়ায় নজরদারির রাখার জন্য সাইবার বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে কোনওরকম উস্কানিমূলক পোস্ট হলে অভিযুক্তদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে।

 

 

spot_img

Related articles

রাজ্যের গ্রামে পৌঁছচ্ছে আধুনিক চিকিৎসা, মুখ্যমন্ত্রীর হাত ধরে চালু ২১০টি মোবাইল মেডিক্যাল ইউনিট

রাজ্যের প্রত্যন্ত ও গ্রামীণ এলাকায় অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। স্বাস্থ্য ভবন প্রাঙ্গণ...

সব মামলায় জামিন, সাড়ে তিনবছর পরে জেলমুক্তি ঘটতে চলছে পার্থর

অবশেষে সব মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সোমবার বিকেলে বিশেষ সিবিআই আদালত তাঁর...

জাতীয় দলে শামির পক্ষেই সওয়াল সৌরভের, ইডেনে পিচ পরিদর্শন গম্ভীরের

কয়েকদিন পরই  ইডেনে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট(IND vs SA Test)। ইতিমধ্যেই দুই দল কলকাতায় চলে এসেছে। সোমবার...

লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের গেটে ভয়াবহ বিস্ফোরণ, রাজধানী জুড়ে জারি হাই অ্যালার্ট

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল দিল্লির (Delhi) লালকেল্লা চত্বর। লালকেল্লা (Red Fort) কাছে মেট্রো স্টেশনের ১ নম্বর কাছে দাঁড়িয়ে...