Thursday, November 13, 2025

নিয়োগ দুর্নী*তির তদন্তে তাপস সাহার বাড়ি-অফিসে সিবিআই

Date:

Share post:

নিয়োগ দুর্নীতির অভিযোগে  নদিয়ার তেহট্ট-র বিধায়ক তাপস সাহার বিরুদ্ধেও সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। রাজ্যের দুর্নীতিদমন শাখার হাত থেকে তদন্তভার গিয়েছে সিবিআইয়ের হাতে। অবিলম্বে সিবিআইকে নথি হস্তান্তরের নির্দেশ দিয়েছিল আদালত। এরপরই শুক্রবার তাপস সাহার বাড়িতে হানা দিল সিবিআই। শুক্রবার দুপুর নাগাদ তাপস সাহার বাড়িতে উপস্থিত হয় সিবিআইয়ের তদন্তকারীরা।তার অফিসেও তল্লাশি চালানো হয়।

চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠেছে এই তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। অভিযোগ বিভিন্ন সরকারি দফতরে চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১৬ কোটি টাকা নিয়েছেন তাপস সাহা।তেহট্টের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ২০১৮ সাল থেকে চাকরি দেওয়ার নামে ৫ কোটি টাকা প্রতারণার অভিযোগে হাইকোর্টে মামলা করেছেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। সেই মামলার শুনানিতে সোমবার হাইকোর্টে সিবিআইয়ের আইনজীবী বিল্বদল ভট্টাচার্য জানান, তৃণমূল বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার স্বপক্ষে কিছু নথি পাওয়া গেছে। এমন কিছু নথি সামনে এসেছে যার জেরে তদন্তে আগ্রহী সিবিআই। এরপরই এদিন তাঁর বাড়িতে হানা দিল সিবিআই।

এদিন তৃণমূল বিধায়কের বাড়িতে সিবিআই হানার সময় গোটা বাড়ি চারপাশে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী। বন্ধ করে দেওয়া হয় বাড়ির গেট। যদিও তাঁর বিরুদ্ধে সিবিআই নির্দেশ দেওয়ার পরই মুখ খোলেন তৃণমূল বিধায়ক। দলের একাংশের বিরুদ্ধেই ফের ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন তিনি। সম্প্রতি নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। এবার কি আরও এক তৃণমূল বিধায়ক পড়তে পারেন গ্রেফতারির আওতায়, তা নিয়ে জল্পনা এখন তুঙ্গে।

 

spot_img

Related articles

SIR আতঙ্কে মৃত্যু রাষ্ট্রীয় হত্যা! শ্যামলকুমার সাহার মৃত্যুতে শাহকেই দায়ী করলেন দেবাংশু

নদিয়ার তাহেরপুরের কালীনারায়ণপুর মণ্ডলপাড়ায় ক’দিন আগেই এসআইআর-আতঙ্কে মৃত্যু হয় সত্তরোর্ধ্ব শ্যামলকুমার সাহার। বৃহস্পতিবার মৃত শ্যামল সাহার বাড়িতে যান...

SIR-এর নামে ষড়যন্ত্রের বিরোধিতায় কোচবিহারে পদযাত্রা অভিষেকের

যে কোচবিহার থেকে নবজোয়ার যাত্রা শুরু করেছিলেন, SIR-এর নামে ষড়যন্ত্রের বিরোধিতায় সেই কোচবিহারে যাচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

এই এসআইআর-লজ্জা! সংবিধান-প্রণেতা কমিটি সদস্যের পরিবারের নাম নেই ভোটার তালিকায়

আজব-কাণ্ড। প্রমাণিত এই এসআইআর-লজ্জা! এ এমনই এসআইআর যে, নাম নেই দেশের সংবিধান-প্রণেতা কমিটির সদস্যের উত্তরাধিকারীদেরই। এমনকী তাঁর বাড়িটিকেই...

ভোটার তালিকার স্বচ্ছতা যাচাইয়ে আগামী সপ্তাহে রাজ্যে কমিশনের প্রতিনিধি দল

আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে আরও এক দফা নড়াচড়া শুরু করল নির্বাচন কমিশন। সূত্রের খবর, আগামী সপ্তাহেই রাজ্যে...