Monday, August 25, 2025

নিয়োগ দুর্নী*তি মামলায় নিজামে হাজিরা শাহজাহান মোল্লার!

Date:

Share post:

রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) এবার CBI দফতরে হাজিরা দিলেন দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের তৃণমূল নেতা শাহজাহান মোল্লা (Shahjahan Molla)। আজ শুক্রবার তাঁকে নিজাম প্যালেসের (Nizam Palace) সিবিআই দফতরে ডেকে আসতে বলা হয়। সেইমতো সকাল ১১ টা নাগাদ পৌঁছে যান শাহজাহান । নিয়োগ দুর্নীতিতে ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee)অত্যন্ত ঘনিষ্ঠ এই শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন তদন্তকারী অফিসারেরা। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ধৃত স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহার সঙ্গেও শাহজাহানের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল।

নিজাম প্যালেসের ১৫ তলায় সিবিআইয়ের অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চের অফিসে প্রবেশের আগে সাংবাদিকদের কার্যত এড়িয়ে যান শাহজাহান মোল্লা। এর আগে তাঁর বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। এবার সেই তল্লাশিতে উঠে আসা নথি থেকেই এই সরাসরি হাজিরার নির্দেশ বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বলছে শাহজাহানের বিরুদ্ধে তাঁর মেয়েসহ একাধিক আত্মীয় পরিজনকে গ্রুপ ডি পদে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সঙ্গে কিছু নথিও পেয়েছেন আধিকারিকরা। সেই সব কিছু নিয়েই এবার CBI তলব বলে মনে করা হচ্ছে। এই নিয়ে শাহজাহান মোল্লাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ” বেশ কিছু ব্যাপারে সিবিআই আধিকারিকরা আমাকে ও আমার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেন। ব্যাঙ্কের নথিও দেখতে চান। আমি সবরকম ভাবে সহযোগিতা করেছি। প্রয়োজন হলে আগামিতেও সবরকম সহযোগিতা করব।”

 

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...