Tuesday, November 11, 2025

কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটে কোটি কোটি টাকা আয় গুগল CEO-র! অঙ্ক জানলে চমকে উঠবেন

Date:

Share post:

কোভিড অতিমারির জেরে বিগত কয়েক বছর ধরেই গোটা বিশ্বে চাকরির বাজারে চলছে মন্দা। আর এই সময় সংস্থার খরচ কমাতে কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে বিশ্বখ্যাত টেক জায়ান্ট তথা গুগলের (Google) মূল সংস্থা অ্যালফাবেট (Alphabet) সহ একাধিক সংস্থা। তবে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটলেও ভারতীয় মুদ্রায় প্রায় ১৮৫৪ কোটি ক্ষতিপূরণ বাবদ উপার্জন করলেন সংস্থার সিইও (CEO) সুন্দর পিচাই (Sundar Pichai)। সম্প্রতি একটি তথ্য প্রকাশ্যে এসেছে। আর যা থেকে এই বিষয়টি জানা গিয়েছে। তবে জানা গিয়েছে পিচাই ক্ষতিপূরণ বাবদ যে টাকা উপার্জন করেছেন তা অ্যালফাবেট-র কর্মীদের আয়ের ৮০০ গুণ।

উল্লেখ্য, চলতি বছরের প্রথম থেকেই দফায় দফায় কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে এই সংস্থা। এমন পদক্ষেপের বিরুদ্ধে বিক্ষোভ-আন্দোলনের পথেও হাঁটতে দেখা গিয়েছে ছাঁটাই হওয়া কর্মীদের। চলতি বছরের শুরুতেই জানুয়ারিতে প্রায় ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করে গুগলের মূল সংস্থা অ্যালফাবেট। পাশাপাশি বিশ্বজুড়ে মোট কর্মীর ৬ শতাংশ কমানো হবে বলেও ঘোষণা করা হয়। তবে যেখানে দফায় দফায় কর্মীদের কাজ থেকে ছাঁটাই করা হচ্ছে, বেতন নিয়ে চরম অনিশ্চয়তা, কর্মীদের মধ্যে উদ্বেগ সেখানে সিইও-র এই বাড়তি আয়ে মাথায় হাত অনেকেরই।

তবে পিচাই এবং অ্যালফাবেটের কর্মীদের মধ্যে আয়ের এই বৈষম্য রীতিমতো উদ্বেগ বাড়িয়েছে। মূলত, প্রযুক্তি খাতে বড়সড় ধস নামার আশঙ্কা থেকেই এই ছাঁটাই পর্ব শুরু হয়েছে। টেক সাইটগুলির মতে, মন্দার পাশাপাশি আরও কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগ করতে চাইছে কোম্পানিগুলি। এদিকে কর্মী ছাঁটাইয়ের বিষয়ে সুন্দর পিচাই বলেছিলেন, আমাদের কোম্পানির লক্ষ্যের দিকে নজর দিতে হবে। আগামী দিনে যে বিপুল পরিমাণ সুযোগ আমাদের সামনে আসছে, আমি সেই বিষয়ে আত্মবিশ্বাসী।

 

 

spot_img

Related articles

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...

দিল্লির ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা, গভীর শোক প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর

দিল্লির (Delhi) লালকেল্লার মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে দাঁড়িয়ে থাকা গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ...