Monday, August 25, 2025

বাঙালি ব্যবসা বিমুখ নয়, বুঝিয়ে দিল ‘বাংলার নবজাগরণ ১৪৩০’

Date:

Share post:

বঙ্গীয় বাণিজ্য পরিষদ (Bengal Business Council) ২১ থেকে ২৩ এপ্রিল আয়োজন করেছে ‘বাংলার নবজাগরণ ১৪৩০’ (Bengal Rising 2.0)। জর্জ টেলিগ্রাফ গ্রুপের (The George Telegraph Group) উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে চাকরি সংক্রান্ত খুঁটিনাটির পাশাপাশি রয়েছে ব্যবসা করার অনুপ্রেরণা। সময়ের সঙ্গে তাল মিলিয়ে বাঙালি তার অলসতার তকমা অচিরেই মুছে ফেলতে পেরেছে। তাহলে ব্যবসা (Business Interest) সংক্রান্ত বিমুখতাকেই বা চিরকালের মতো ভ্যানিশ করা যাবে না কেন? এই ভাবনাকে মাথায় নিয়ে এগিয়ে এসেছে জর্জ টেলিগ্রাফ গ্রুপ। বাংলা নববর্ষে (Bengali New Year) সল্টলেকের করুণাময়ী সেন্ট্রাল পার্কের বইমেলা প্রাঙ্গণে (Central Park Book Fair ground) মহোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এমন কথাই জানালেন জর্জ টেলিগ্রাফ গ্রুপের ডিরেক্টর সুব্রত দত্ত (Subrata Dutta)। ব্যবসা বাঙালির রক্তের মধ্যেই রয়েছে, এটাকে আরও একবার গোটা বিশ্বের কাছে তুলে ধরার পালা।

তিন দিন ব্যাপী আয়োজিত জমজমাট মেলা প্রাঙ্গণে খাওয়া-দাওয়া হুল্লোড়ের পাশাপাশি প্রথম দিন অর্থাৎ শুক্রবারেই চাকরি হাতে নিয়ে বাড়ি ফেরা নিঃসন্দেহে এক অভিনব ঘটনা, যা বাস্তবে সম্ভব করে দেখিয়েছে জর্জ টেলিগ্রাফ গ্রুপ। একই ছাদের নিচে চাকরি মেলা, খাদ্য মেলা, হস্তশিল্প মেলা আর সংস্কৃতিক আনন্দ। বেঙ্গল বিজনেস কাউন্সিলের উদ্যোগে ‘বাংলার নবজাগরণ ১৪৩০’ নববর্ষের শুরুতেই এক দারুন অভিজ্ঞতার সঞ্চয় করার সুযোগ করে দিয়েছে কলকাতার মানুষকে। বাংলা ব্যান্ড ‘লক্ষ্মীছাড়া’র গানের তালের সঙ্গে সৌরেন্দ্র-সৌম্যজিতকে শুনতে তরুণ প্রজন্মের উন্মাদনা কাঙ্খিত ছিল উদ্যোক্তাদের কাছে। কিন্তু যেভাবে ব্যবসা করার ইচ্ছে নিয়ে বাণিজ্য সংক্রান্ত আলোচনায় আগ্রহ দেখিয়েছেন মেলায় আগত মানুষেরা সেটা নিঃসন্দেহে ইতিবাচক একটা দিক। জর্জ টেলিগ্রাফ গ্রুপের ডিরেক্টর সুব্রত দত্ত বলেন, বাঙালি যত বেশি ব্যবসা করবে তত বেশি কর্মসংস্থানের সুযোগ মিলবে। যত দ্রুত এই ব্যবসা করার মানসিকতা প্রতিটি বাঙালির মধ্যে ছড়িয়ে যাবে ততই চাকরি ক্ষেত্রে বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে। তিনি জানান ঠিক এই ভাবনাকে মাথায় রেখেই জর্জ টেলিগ্রাফ এই প্ল্যাটফর্ম সাধারণ মানুষের কাছে নিয়ে এসেছে। যাতে কারোর ব্যবসা সংক্রান্ত কোনও রকমের পরামর্শের প্রয়োজন হলে বা সাহায্যের প্রয়োজন হলে, তাঁরা যেন নিশ্চিন্তে বঙ্গীয় বাণিজ্য পরিষদের কাছে এসে তাঁদের সমস্যার কথা বলতে পারেন। সুব্রত দত্ত জানান ,যাতে আইনি কোনও সমস্যা না হয় সেই বিষয়টা পরিষ্কার করে বোঝানোর জন্য, লিগ্যাল এডভাইজাররাও এখানে উপস্থিত আছেন। জর্জ টেলিগ্রাফ গ্রুপের ডিরেক্টর বলেন, বাঙালি চাইলে যে আজ বিশ্বের যে কোন উচ্চতায় পৌঁছতে পারে তার প্রমাণ দেয় এই সংগঠন, যারা গত অর্থ বর্ষে প্রায় ২০০ কোটি টাকার ব্যবসা করতে সক্ষম হয়েছে। এই গ্রাফ যাতে আরও ঊর্ধ্বমুখী হয় তার জন্য প্রতিটি বাঙালিকে এগিয়ে আসার অনুরোধ করেন সুব্রত দত্ত।

বাংলার নবজাগরণ ১৯৩০ অনুষ্ঠানে জর্জ টেলিগ্রাফের তরফে একটি কেরিয়ার মেলার (Career Fair) আয়োজন করা হয়। যেখানে তরুণ তরুণীদের আগামিতে যাতে কর্মসংস্থানের সুযোগ পেতে কোনও অসুবিধে না হয় সেই সংক্রান্ত আলোচনা করা হয়। অপেশাদার মানুষকেও চূড়ান্ত পেশাদার করে তুলেছে, জর্জ টেলিগ্রাফ গ্রুপ। শুধু তাই নয় এই মেলায় বিভিন্ন সেক্টর যেমন বিপিও, রিটেল, ব্যাংক ইত্যাদি জায়গা থেকেও অভিজ্ঞ ব্যক্তিরা এসেছেন যাতে সাধারণ মানুষকে বেশি করে কর্মসংস্থানে সুযোগ করে দেওয়া যায়। জর্জ টেলিগ্রাফের প্রায় ৭০টি সেন্টারের ২৫ হাজারেরও বেশি ছাত্র-ছাত্রী পূর্ব ভারতের বিভিন্ন প্রান্তে অত্যন্ত সফলতার সঙ্গে নিজেদের কর্ম জগতে এগিয়ে চলেছেন। সুব্রত দত্ত বলেন, ১৯২০ সাল থেকে ২০২৩ সাল অর্থাৎ প্রায় ১০৩ বছর ধরে এভাবেই মানুষকে স্বাবলম্বী করার কাজ করে চলেছে জর্জ টেলিগ্রাফ গ্রুপ।

 

spot_img

Related articles

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...