Thursday, August 21, 2025

রাজ্যে চোখরাঙাচ্ছে কো.ভিড! পাল্লা দিয়ে বাড়ছে মৃ.ত্যুও

Date:

Share post:

হু হু করে বাড়ছে দেশের কোভিড সংক্রমণ। সেইসঙ্গে বঙ্গেও কোভিডের বাড়বাড়ন্ত কম নেই। পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। বৃহস্পতিবার গভীর রাত থেকে শনিবার, তিন দিনে কোভিডে আক্রান্ত হয়ে বেলেঘাটা আইডি হাসপাতালেই মৃত্যু হয়েছে পাঁচ জনের।সকলেরই বয়স আশির উপরে। চিকিৎসকেরা জানাচ্ছেন, বার্ধক্যজনিত রোগের পাশাপাশি ওই বয়স্করা কোভিডে সংক্রমিত হওয়ায় তাঁদের শরীরে জটিলতা বাড়ছে। তাই, বিশেষত বয়স্ক ও আনুষঙ্গিক অসুস্থতায় আক্রান্তদের নিরাপদে রাখার জন্য কোভিড বিধি মেনে চলার কথা হচ্ছে।

আরও পড়ুন:অবশেষে গ্রে*ফতার অমৃতপাল সিং, নিয়ে যাওয়া হচ্ছে অসমে

শনিবার বেলেঘাটা আইডি-তে মৃত্যু হয়েছে বরাহনগরের বাসিন্দা ৮০ বছরের এক বৃদ্ধ ও সিঁথির বাসিন্দা ৮৪ বছরের এক বৃদ্ধের। জানা যাচ্ছে, এঁরা অন্য রোগ নিয়ে ভর্তি হন শহরের অন্য হাসপাতালে। কোভিড সংক্রমণ ধরা পড়লে তাঁদের স্থানান্তরিত করা হয় আইডি হাসপাতালে। এই মুহূর্তে ১৬ জন ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে ১০ জনই বয়স্ক। কয়েক জনের অবস্থা খুবই সঙ্কটজনক।

স্বাস্থ্য দফতর সূত্রের খবর, গত ২৪ ঘণ্টায় অর্থাৎ শুক্রবার রাজ্যে নতুন করে ২৪৩ জন আক্রান্ত হয়েছেন। এই মুহূর্তে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১৩০০। হাসপাতালে চিকিৎসাধীন ৫৮ জন। চিকিৎসকেরা জানাচ্ছেন, ওমিক্রনের উপপ্রজাতি বঙ্গে দাপিয়ে বেড়াচ্ছে। সেটিতে আক্রান্ত হয়ে সাধারণ মানুষের হাসপাতালে ভর্তির হার খুবই কম। কিন্তু তা মারাত্মক হয়ে উঠছে আনুষঙ্গিক অসুস্থতা রয়েছে, এমন ব্যক্তি এবং বয়স্কদের কাছে। তাঁরা কোভিড নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছেন। ফুসফুসে সংক্রমণ ও তীব্র শ্বাসকষ্টে ভুগতে হচ্ছে।

 

 

spot_img

Related articles

পুজোয় আসছে ৪ বাংলা ছবি, সিনেমা স্ক্রিনিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত: জানালেন পিয়া

সিনে প্রেমীদের জন্য সুখবর। এই বছর পুজোয় চারটি বাংলা ছবি (Bengali Film) মুক্তি পেতে চলেছে। প্রথম বৈঠকের পরে...

স্বাস্থ্য-জীবনবিমা থেকে GST প্রত্যাহারের প্রস্তাব, মন্ত্রিগোষ্ঠীর কাছে পাঠাল কেন্দ্র 

অবশেষে স্বাস্থ্য ও জীবন বিমায় প্রিমিয়ামের উপর ১৮ শতাংশ জিএসটি পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাব পাঠাল কেন্দ্র। জিএসটি সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠীর...

পর্দায় এবার রাজশেখর বসুর জীবন, আসছে ‘পরশুরাম, দ্য আনটোল্ড স্টোরি’

পরিচালক অভিজিৎ পাল ও তাঁর বন্ধুদের প্রযোজনায় আসছে রাজশেখর বসুর (Rajshekhar Basu) জীবন নিয়ে প্রথম তথ্যচিত্র ‘পরশুরাম, দ্য...

নেপালের সঙ্গেও দ্বন্দ্বে মোদি! চিন-বাণিজ্য ইস্যুতে ‘নতুন’ সীমান্ত সমস্যা

চীনের সঙ্গে নতুন করে বাণিজ্য শুরু করতে গিয়ে একের পর এক ধাক্কা ভারতের উপর। একদিকে ভারত চিনের বাণিজ্যিক...