Friday, November 7, 2025

রবীন্দ্রসন্ধ্যার আয়োজন বিজেপির! নৃত্যে ঋতুপর্ণা, পোস্টার পড়তেই তুমুল আলোচনা

Date:

Share post:

রাজনীতির মঞ্চে তাঁকে খুব একটা দেখা যায় না। তবে, শাসক-বিরোধী কোনও গোষ্ঠীর সঙ্গেই টলিউডের বিখ্যাত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের (Rituparna Sengupta) শত্রুতা আছে বলে শোনা যায়নি। এরই মধ্যে BJP-র তরফে রবীন্দ্রসন্ধ্যার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের পোস্টার ছাপানো হয়েছে। আর তাতেই দেখা যাচ্ছে ২৫ বৈশাখ সেই অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন ঋতুপর্ণা। উপস্থিত থাকবেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।

ফের বঙ্গ সফরে আসছেন অমিত শাহ। ৮ মে সন্ধেয় মুর্শিদাবাদে সভা করবেন তিনি। ৯ মে অর্থাৎ ২৫ বৈশাখ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যাবেন জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। সন্ধেয় সায়ান্স সিটি অডিটোরিয়ামে ‘আমাদের রবীন্দ্রনাথ’ নামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আয়োজক বিজেপি সমর্থিত সংগঠন ‘খোলা হাওয়া’। সংগঠনটি বিজেপির রাজ্য়সভার প্রাক্তন সাংসদ স্বপন দাশগুপ্তর তৈরি। অনুষ্ঠানে ঋতুপর্ণা ছাড়াও থাকবেন তনুশ্রী শংকর, সোমলতা আচার্য। শাহের পাশাপাশি থাকবেন রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। তিনিই মূল বক্তা। এর আগেও বিজেপি অনুষ্ঠানে নৃত্য পরিবেশেন করেছেন ডোনা গঙ্গোপাধ্যায়। তবে, এইসবের প্রভাবে বঙ্গ বিজেপির ভাবমূর্তির উজ্জ্বল হয়েছে বলে মনে করছেন না কেউই। উল্টে ২০২১-র পরে বিজেপি ছাড়ার ধুম পড়ে গিয়েছিল গ্ল্যামার ওয়ার্ল্ড থেকে যাওয়া নেতা-নেত্রীদের মধ্যে।

‘সোনার বাংলা’-র বদলে যারা বলে ‘সুনার বাংলা’, পশ্চিমবঙ্গকে বলে ‘পশ্চিমবঙগাল’, সেই বিজেপি হঠাৎ রবীন্দ্রভক্ত হয়ে ওঠার কারণ কী! রাজনৈতিক মহলের মতে, সামনে পঞ্চায়েত ভোট। বিধানসভা ভোটে ভরাডুবির পর গেরুয়া শিবির বুঝেছে, এই বঙ্গে বাংলা সংস্কৃতির ভিত কতটা মজবুত। এবার তাই গোবলয়ের ধুলো ঝেড়ে বাংলার কাছের মানুষ হয়ে ওঠার চেষ্টা করছে শাহ অ্যান্ড কোং। তাহলে, বাংলার উন্নয়নে বকেয়া টাকা আটকে কেন? সেই প্রশ্নের জবাব নেই পদ্মশিবিরের কাছে।

 

 

 

spot_img

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...