Sunday, January 11, 2026

রবীন্দ্রসন্ধ্যার আয়োজন বিজেপির! নৃত্যে ঋতুপর্ণা, পোস্টার পড়তেই তুমুল আলোচনা

Date:

Share post:

রাজনীতির মঞ্চে তাঁকে খুব একটা দেখা যায় না। তবে, শাসক-বিরোধী কোনও গোষ্ঠীর সঙ্গেই টলিউডের বিখ্যাত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের (Rituparna Sengupta) শত্রুতা আছে বলে শোনা যায়নি। এরই মধ্যে BJP-র তরফে রবীন্দ্রসন্ধ্যার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের পোস্টার ছাপানো হয়েছে। আর তাতেই দেখা যাচ্ছে ২৫ বৈশাখ সেই অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন ঋতুপর্ণা। উপস্থিত থাকবেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।

ফের বঙ্গ সফরে আসছেন অমিত শাহ। ৮ মে সন্ধেয় মুর্শিদাবাদে সভা করবেন তিনি। ৯ মে অর্থাৎ ২৫ বৈশাখ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যাবেন জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। সন্ধেয় সায়ান্স সিটি অডিটোরিয়ামে ‘আমাদের রবীন্দ্রনাথ’ নামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আয়োজক বিজেপি সমর্থিত সংগঠন ‘খোলা হাওয়া’। সংগঠনটি বিজেপির রাজ্য়সভার প্রাক্তন সাংসদ স্বপন দাশগুপ্তর তৈরি। অনুষ্ঠানে ঋতুপর্ণা ছাড়াও থাকবেন তনুশ্রী শংকর, সোমলতা আচার্য। শাহের পাশাপাশি থাকবেন রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। তিনিই মূল বক্তা। এর আগেও বিজেপি অনুষ্ঠানে নৃত্য পরিবেশেন করেছেন ডোনা গঙ্গোপাধ্যায়। তবে, এইসবের প্রভাবে বঙ্গ বিজেপির ভাবমূর্তির উজ্জ্বল হয়েছে বলে মনে করছেন না কেউই। উল্টে ২০২১-র পরে বিজেপি ছাড়ার ধুম পড়ে গিয়েছিল গ্ল্যামার ওয়ার্ল্ড থেকে যাওয়া নেতা-নেত্রীদের মধ্যে।

‘সোনার বাংলা’-র বদলে যারা বলে ‘সুনার বাংলা’, পশ্চিমবঙ্গকে বলে ‘পশ্চিমবঙগাল’, সেই বিজেপি হঠাৎ রবীন্দ্রভক্ত হয়ে ওঠার কারণ কী! রাজনৈতিক মহলের মতে, সামনে পঞ্চায়েত ভোট। বিধানসভা ভোটে ভরাডুবির পর গেরুয়া শিবির বুঝেছে, এই বঙ্গে বাংলা সংস্কৃতির ভিত কতটা মজবুত। এবার তাই গোবলয়ের ধুলো ঝেড়ে বাংলার কাছের মানুষ হয়ে ওঠার চেষ্টা করছে শাহ অ্যান্ড কোং। তাহলে, বাংলার উন্নয়নে বকেয়া টাকা আটকে কেন? সেই প্রশ্নের জবাব নেই পদ্মশিবিরের কাছে।

 

 

 

spot_img

Related articles

রাজ্যের আইনশৃঙ্খলায় কড়া নজর কমিশনের! প্রথম রিপোর্টেই শুভেন্দু-চম্পাহাটি প্রসঙ্গ

রাজ্যের আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি ঠিক কেমন, তা নিয়ে প্রতি সপ্তাহে এবার সরাসরি রিপোর্ট নেবে নির্বাচন কমিশন। বছরের শুরুতেই...

নতুন বছরে পর্যটকদের বড় উপহার, ফের চালু দার্জিলিং হিমালয়ান রেলওয়ের জঙ্গল সাফারি

নতুন বছরের শুরুতে পাহাড়প্রেমী পর্যটকদের জন্য খুশির খবর শোনাল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফের...

মোদির গুজরাটে চোরাশিকার! উদ্ধার ৩৭টি বাঘ ছাল, ১৩৩টি নখ-দাঁত

আন্তর্জাতিক বন্যপ্রাণী দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) দেশের বিভিন্ন জঙ্গলে সাফারিতে যান। বিদেশ থেকে আনা নতুন বিভিন্ন...

অব্যহতি দেয়নি কমিশন: আত্মহত্যায় ‘বাধ্য’ হলেন মুর্শিদাবাদের BLO

অতিরিক্ত কাজের চাপে তাঁর শরীর খারাপ হত। তারপরেও অব্যহতি মেলেনি নির্বাচন কমিশনের এসআইআর-এর কাজ থেকে। ক্রমশ বেড়েছে কাজের...