Monday, November 10, 2025

ভোটমুখী কর্নাটকে আধিকারিকের বাড়ি থেকে উদ্ধার বিদেশি মুদ্রাসহ কোটি কোটি টাকা

Date:

Share post:

ভোটমুখী কর্নাটকে(Karnataka) ফের উদ্ধার কোটি কোটি টাকা। কর্নাটকের এক সরকারি কর্তার বাড়িতে হানা দিয়ে কোটি কোটি টাকা ও প্রচুর সোনা দানা উদ্ধার করল লোকায়ুক্ত(Lokayukta)। জানা গিয়েছে, যার বাড়ি থেকে আয়ের সঙ্গে সঙ্গতি বিহীন এই বিপুল সম্পত্তি উদ্ধার হয়েছে তার নাম গঙ্গাধরাইয়া কেএল(Gangadharaiya KL)। তিনি বৃহৎ ব্যাঙ্গালুরু মহানগর পালিকার(BBMP) এক উচ্চপদস্থ কর্তা।

বিবিএমপির শহর পরিকল্পনা বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর গঙ্গাধরাইয়ার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল। সেইমতো সোমবার তল্লাশি অভিযানে নামে লোকায়ুত্ব। প্রায় ১৪ টি জায়গায় চলে তল্লাশি অভিযান। এই ১৪ টি জায়গার প্রতিটি গঙ্গাধরাইয়ার নিজের নামে অথবা কোনও নিকট আত্মীয়ের নামে। তদন্তকারীদের দাবি অভিযান চালিয়ে তার বাড়ি অফিস ফ্ল্যাট থেকে ১ কোটি ৪৭ হাজার টাকার নগদ, যার মধ্যে রয়েছে দশ হাজার মার্কিন ডলার, ১১৮০ আমির শাহি দিরহাম, ৩৫ ইজিপশিয়ান পাউন্ড ও বিপুল পরিমাণ সোনা, রুপো, হিরে উদ্ধার হয়েছে। অলংকার এর মধ্যে রয়েছে, ১৪৩১ দাম সোনার গহনা, ৮কেজি ৭০০ গ্ৰাম রুপোর জিনিসপত্র ও কিছু হিরে। এছাড়া বসতবাড়ির পাশাপাশি দেড় কোটি টাকা বাজার মূল্য পাঁচ একরের একটি কৃষি জমি ও মোলের শরমে ৩ কোটি ৬৫ টাকা মূল্যের সম্পত্তি রয়েছে এই ব্যক্তির। এছাড়াও দুটি লকার রয়েছে তার যার চাবি এখনো তদন্তকারীরা হাতে পাননি ফলে সেখানে কি আছে তা জানতে উদগ্রী তদন্তকারীরা।

উল্লেখ্য, ১০ মে থেকে কর্নাটকে নির্বাচন। নির্বাচনে বেআইনি অর্থ আটকাতে জায়গায় জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে নির্বাচন কমিশন। যেখান থেকে প্রতিদিন উদ্ধার হচ্ছে বিপুল অর্থ। সেই ধারা অব্যাহত রেখে সোমবার বেঙ্গালুরু থেকে উদ্ধার হল আয়ের সঙ্গে সঙ্গতি বিহীন বিপুল পরিমাণ অর্থ।

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...