Thursday, August 28, 2025

IAS খু.ন: বিতর্কিত আইন এনে গ্যাংস্টার নেতাকে মুক্তি, সমালোচিত নীতীশ

Date:

Share post:

আইএএস(IAS) আধিকারিক খুনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত গ্যাংস্টারকে মুক্তি দিতে বিতর্কিত আইন তৈরি করল বিহারের(Bihar) নীতীশ সরকার(Nitish Govt)। সবকিছু ঠিকঠাক থাকলে নীতীশ সরকারের পৃষ্টপোষকতায় শীঘ্রই জেল থেকে মুক্তি পাবে আইএএস খুনি আরজেডি নেতা তথা প্রাক্তন সাংসদ আনন্দ মোহন সিং(Anand Mohan Singh)। বিলকিস ধর্ষকদের মুক্তির ঘটনায় যখন গোটা দেশ উত্তাল ঠিক সেই সময়ে এই ঘটনা স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে। বিহারের নীতীশ সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি(BJP)।

বিহারের গ্যাংস্টার হিসেবে পরিচিত আনন্দ মোহন সিং। ১৯৯৪ সালে এক দলিত আইএএসকে প্রকাশ্যে পুড়িয়ে মারার ঘটনায় দোষী সাব্যস্ত হন আনন্দ। ২০০৭ সালে তাঁকে ফাঁসির সাজা শোনায় এক স্থানীয় আদালত। পরে পাটনা হাই কোর্ট ফাঁসির সাজা কমিয়ে ওই RJD নেতাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেয়। তখন থেকে প্রায় ১৫ বছর জেলে আরজেডি নেতা। তবে সম্প্রতি জেলমুক্তির নিয়মে বেশকিছু বদল এনেছে বিহারের আরজেডি-জেডিইউ জোট সরকার। নয়া নিয়ম অনুযায়ী এখন থেকে সরকারি আমলা খুনে অভিযুক্তরাও সাজা মকুবের আওতায় আসবেন। এই আইন ব্যবহার করেই আনন্দকে মুক্তি দেবে বিহার সরকার। যা নিয়ে বিতর্ক চরম আকার ধারণ করেছে।

বিহারে জোট সরকারের তরফে আনা এই আইনের তীব্র বিরোধিতায় সরব হয়েছে বিজেপি। এই ঘটনা প্রসঙ্গে বিজেপি নেতা অমিত মালব্য বলেন, “নীতীশ কুমার নতুন করে গ্যাংস্টারদের সঙ্গে ঘর করা শিখছেন শুধু ক্ষমতা দখল করে রাখার জন্য বা দেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য।” বর্তমানে ছেলের বিয়ের জন্য প্যারোলে মুক্তি রয়েছেন আনন্দ মোহন সিং। জেল মুক্তির বিষয়টি প্রকাশ্যে আসার পর রীতিমতো উচ্ছ্বসিত তিনি। সংবাদমাধ্যমকে তিনি বলেন, “দ্রুত রাজনৈতিক জীবনে ফিরতে চাই। বিজেপিতেও অনেকে আছেন, যারা জানেন আমি কোনও অন্যায় করিনি।”

spot_img

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...